নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা
সংগঠন বাংলাদেশ সোসাইটি’র সাবেক সাহিত্য সম্পাদক এবং
নারায়ণগঞ্জ জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের
একমাত্র পুত্র মুশফিকুর তানভীর মান্নান (২৬) ইন্তেকাল করেছেন। শনিবার
(২২ এপ্রিল) নিউইয়র্কের বাফালো সিটির একটি হসপিটালে
চিকিৎসাধীন অবস্থায়  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
(ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। জানা গেছে, গত ২০
এপ্রিল বৃহস্পতিবার রাতে তানভীর ব্রেন স্ট্রোকের শিকার হলে তাকে
স্থানীয়  মের্সী হসপিটাল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে লাইফ
সাপোর্টে থাকাবস্থায়  শনিবার বিকেল ৪টা ৫ মিনিটে মৃত্যুবরণ
করেন। 
এদিকে সোমবার (২৪ এপ্রিল) বাদ জোহর তার নামাজে জানাজা
মসজিদ আল ঈমান-এ (৪৪৪ কানেকটিকাট স্ট্রীট বাফেলো) অনুষ্ঠিত
হয়। জানাজায় বালাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া,
সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক রুহুল
আমীন সিদ্দিকী সহ অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী
অংশ নেন। পরবর্তীতে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই তার মরদেহ বাফেলোর হারলেম
কবরস্থানে  দাফন করা হয়।

উল্লেখ্য, মেধাবী তানবীর হান্টার স্পেশাল হাইস্কুলের ছাত্র এবং পরবর্তীতে
হান্টার কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। জন্মের পর থেকেই
তারা নিউইয়র্ক সিটির কুইন্সের সানিসাইডে বসবাস করে
আসছিল। সম্প্রতি তারা বাফেলোতে বসতি শুরু করেছেন। আব্দুল
মান্নান সোনারগাঁয়ের চরগোয়ালদী গ্রামের বাসিন্দা।
শোক প্রকাশ: এদিকে সোসাইটির সাবেক সাহিত্য সম্পাদক আব্দুল
মান্নানের ছেলের আকস্মিক মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ ও
ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য
গভীর সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রর মিয়া,
সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের
চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল
উদ্দিন আহমেদ জনি, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন
এবং সকল প্রবাসীদের কাছে দোয়া চান যাতে মরহুম তানভীর মান্নানকে
আল্লাহ জান্নাতের সর্বোচ্চ  মাকাম দান করেন।