আশরাফুল হাবিব মিহির, নিউইর্য়ক 

গত ২৫শে জুন শনিবার নিউ ইর্য়কের কুইন্সের জ্যামাইকার পানসি রেস্টুরেন্টে, সিন্ডেলারস ড্রীম ক্লোজেট এর উদ্দ্যেগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো "গানে গল্পে কথায়" শিরোনামে কলকাতার স্বনামধন্য কন্ঠশিল্পী শান্তনু ভৌমিকের একক সংগীত অনুষ্ঠান। বহুদিন পর  নিউইর্য়কের শ্রোতারা মুগ্ধ হয়েছিলেন এতো পরিশীলিত মনোমুগ্ধকর আয়োজনের গানের আসরে অংশগ্রহণ করতে পেরে। শিল্পী শান্তনু ভৌমিক, মান্না দের গাওয়া কালজয়ী গানগুলো পরিবেশন করে সবাইকে চমৎকৃত করেন। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে যায় তাও শ্রতাগণ মুগ্ধ হয়ে গান উপভোগ করেন।

 
অনুষ্ঠানে সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্কের পক্ষ থেকে  স্বনামখ্যাত শিল্পী শান্তনু ভৌমিককে স্বারক প্রদান করেন কবি জুলি রহমান, একই সংগে বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব আইরিন রহমান তার ব্যবসায়িক প্রতিস্ঠান সিনড্রেলারস ড্রীম ক্লোজেটের পক্ষ থেকে শান্তুনু ভৌমিকের হাতে স্বারক তুলে দেন। এছাড়াও ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আকবর হায়দার কিরন এবং এনজি বুটিকের কণধার নুসরাত এলিনের পক্ষ থেকে কন্ঠশিল্পী শান্তনু ভৌমিককে ফুলের তোড়া দিয়ে সম্মান জানান। 
 
অনুষ্ঠানটির  উপস্থাপনায় ছিলেন আবৃত্তিশিল্পী নজরুল কবির এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যাঙ্কার ও ওয়েলস ফারগো'র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রেশাদ খান । তার সাবলীল উপস্পনায় শিল্পী শান্তনু ভৌমিকের সাথে আলাপচারিতায় সবাইকে মুগ্ধ করেন।

গানের পাশাপাশি সেদিন পানসি রেস্টুরেন্টে বরাবরের মতোই নুসরাত এলিনের সৌজন্যে আয়োজিত আসন্ন ঈদ এবং গ্রীস্মের জন্য বুটিক বন্ধু মেলার ছিল জমজমাট আয়োজন। ক্রেতাগণ ঈদের কেনাকাটার পাশাপাশি শান্তুনু ভৌমিকের গানে গল্পে বিমোহিত হয়েছিলেন।  পরিশেষে নৈশভোজ সেরে সবাই গানে এবং গল্প কথায় এক রাশ মুগ্ধতা নিয়ে  বাড়ী ফেরেন।