নিউইয়র্ক (ইউএনএ): পবিত্র ঈদুল ফিতরের আমেজ কাটতে না কাটতেই ওয়ার্ল্ড বাংলা মিউজিক-এর আয়োজনে সিটির জ্যামাইকায় অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশীদের ঈদ পূনর্মিলনী ও পিঠা উৎসব। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় হিলসাইড এভিনিউস্থ আল আকসা পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ঠিকানা গ্রæপের চেয়ারম্যান ও সাবেক এমপি এম এম শাহীন। এসময় বিশেষ অতিথি, মূলধারার রাজনীতিক ও জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ এবং আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার এম এন জামান। খবর ইউএনএ’র।বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের মূল পর্ব দেশের ও প্রবাসী শিল্পীদের গানের ফাঁকে ফাঁকে ছিলো অতিথিদের সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য আর ক্রেস্ট প্রদান। স্বাগত বক্তব্য রাখেন এবং অতিথিদের মাঝে ক্রেস্ট তুলে দেন ওয়ার্ল্ড বাংলা মিউজিক-এর প্রেসিডেন্ট এম এন জামান। অনুষ্ঠানের বিশেষ অতিথি, ডেমোক্র্যাট দলীয় মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, আকাশ হোম কেয়ার-এর কর্ণধার ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও এশা রহমান সহ অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক রিটা রহমান, খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত শেফ খলিলুর রহমান, ইঞ্জিনিয়ার এম এ খালেক, অ্যাঙ্কর ট্রাভেলস’র কর্ণধার এএসএম মাইন উদ্দিন পিন্টু, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ইশতিয়াক রুমি, তরিকুল ইসলাম মিঠু, লিটন চৌধুরী ও সাংবাদিক হাসানুজ্জামান সাকী।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা সোনিয়া সিরাজ ও অধ্যাপক সৈয়দ আজাদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা, বাংলাদেশ, দেশের শিল্প-সংস্কৃতি প্রবাসীদের হৃদয়ে। ঈদের পর পূনর্মিলনী প্রবাসীদের মধ্যকার সৌহার্দ্য- সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করবে। এছাড়াও প্রবাসে দেশীয় শিল্প- সংষ্কৃতির বিকাশ আর পিঠার ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে এমন অনুষ্ঠান ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ভাঁপা, পাটি শাপটা, তেলের পিঠা, পাকন পিঠা, নারিকেল পিঠা সহ হরেক রকমের দেশীয় পিঠার পাশাপাশি ছিলো সিঙ্গারা আর ঝাল-মুড়ি। সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজু আকন্দ, বিন্দু কনা, অংকন ইয়াসমীন, শাহ মাহবুব, রাজিব ভট্টাচার্য, মাসুদ রানা ও মিঠু সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও নৃত্য পরিবেশন করেন শিমরান খান। শিল্পীদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোদাদের মুগ্ধ করে। সঙ্গীতে সহযোগিতায় ছিলো মাটি ব্যান্ড ও মোবারক ঢুলি। বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানটি উপভোগ করেন।
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ঈদ পূনর্মিলনী ও পিঠা উৎসব
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৫:২৪ পিএম

প্রবাস রিলেটেড নিউজ

সাংবাদিকদের সম্মানে বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী জাকির চৌধুরী সম্মানে ইফতার পার্টি
.png)
Trump Cuts Imperil Heating and Cooling Assistance in New York
.png)
Trump Targets New York Climate Laws. But Is It Just for Show?

GOVERNOR HOCHUL ANNOUNCES BANKING GUIDANCE TO EASE FINANCIAL BURDENS FOR THOSE IMPACTED BY HURRICANE FIONA

১৬ বছর পর দেশে ফিরছেন যুবদল নেতা আবু সাইদ আহমেদ
.jpeg)
জ্যাকসন হাইটসের আইকনিক ব্রুসন ভবন এখন ‘বারী টাওয়ার’

বৈশাখী মেলা ২০২৫ টেক্সাস ডালাসের গ্রান্ড সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে

সাবেক শিক্ষার্থীদের মিলনমেলার মধ্য দিয়ে চবি এলামনাই এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত