নিউইয়র্ক (ইউএনএ): প্রতি বছরের মতো এবারও নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী জাকির এই চৌধুরী তার ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করেন। পবিত্র রমজানের শেষ দিন শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেষ্টেুরেষ্ট এই পার্টির আয়োজন করা হয়। এতে দোয়া মুনাজাত করেন মুফতি ইসমাইল। উল্লেখ্য, জাকির চৌধুরী রিয়েল এস্টেট ব্যবসায়ী ও হোম কেয়ার সার্ভিস প্রতিষ্ঠানের কর্ণধার, জাকির চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি। খবর ইউএনএ’র। অনুষ্ঠানে টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকার সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বাংলা পোষ্ট-এর চেয়ারম্যান অসিফ বারী টুটুল এবং যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমদ, অধ্যাপক আজাদ, বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র জাসাস এর সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন চেয়ারম্যান সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। জাকির চৌধুরীর আমন্ত্রেণে এই ইফতার পার্টিতে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক সাপ্তাহিক নিউইয়র্ক সময় ও আইবিটিভির সিইও জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক আজকাল-এর কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক হককথা, আজকের টেলিগ্রাম ও ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক প্রথম আলো’র নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক, সাপ্তাহিক নিউইয়র্ক কাগজ-এর সম্পাদক আফরোজা ইসলাম সহ অন্যান্যের মধ্যে সিনিয়র নিউজ প্রেজেন্টার তামান্না মৌ,
সাংবাদিক লাবলু আনসার, আকবর হায়দার কিরণ, শহীদুল ইসলাম, রিমন ইসলাম, সৌরভ ইমাম, রাশেদ আহমেদ, সাখাওয়াত হোসেন সেলিম, হাকিকুল ইসলাম খোকন, শাহ ফারুক, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী সহ বিভিন্ন মিডিয়ার সম্পাদক/পরিচালক সাংবাদিক সহ যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসিম চৌধুরী সহ দলীয় নেতা ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাপ্তাহিক সাদাকালো’র নির্বাহী সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে জাকির চৌধুরী তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানবতার কল্যাণ, গণতন্ত্রের উৎকর্ষ সাধন এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে নিরন্তরভাবে কাজ করছেন সমাজের দর্পন সাংবাদিক সমাজ আর মিডিয়াগুলো।
আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। বহুজাতিক এই সমাজে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকরাও কমিউনিটির কল্যাণে ব্যাপক অবদান রাখছেন। তিনি পবিত্র সিয়াম-সাধনার মাস রমজানের গুরুত্ব স্মরণ করে বলেন, আমাদের সাধ্যমতো দেশের অভাবী ও নির্যাতিত মানুষের জন্য কাজ করতে হবে, সহযোগিতা দিতে হবে। এজন্য তিনি প্রবাসের বিত্তবানদের এগিয়ে আসার আহŸান জানান। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে জাকির চৌধুরীর ব্যবসায়িক পার্টনার খোকন চৌধুরী, ব্যবসায়ী শাহ জে চৌধুরী ও নাঈম টুটুল, বিএনপি নেতা কাজি আমিনুল ইসলাম স্বপন, মনির হোসেন, আশরাফ খোকন সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, জাসাস-এর নেতা-কর্মী ও জাকির চৌধুরীর অফিসের স্টাফগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিগত ক’বছর থেকেই জাকির চৌধুরী সাংবাদিকগণের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে আসছেন । যা কমিউনিটিতে ব্যতিক্রম আয়োজন হিসেবে অনেকেরই দৃষ্টি কেড়েছে।
সাংবাদিকদের সম্মানে বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী জাকির চৌধুরী সম্মানে ইফতার পার্টি
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৫:২৪ পিএম

প্রবাস রিলেটেড নিউজ
.png)
Trump Targets New York Climate Laws. But Is It Just for Show?

GOVERNOR HOCHUL ANNOUNCES BANKING GUIDANCE TO EASE FINANCIAL BURDENS FOR THOSE IMPACTED BY HURRICANE FIONA

১৬ বছর পর দেশে ফিরছেন যুবদল নেতা আবু সাইদ আহমেদ
.jpeg)
জ্যাকসন হাইটসের আইকনিক ব্রুসন ভবন এখন ‘বারী টাওয়ার’

বৈশাখী মেলা ২০২৫ টেক্সাস ডালাসের গ্রান্ড সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে

সাবেক শিক্ষার্থীদের মিলনমেলার মধ্য দিয়ে চবি এলামনাই এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

'এমন খুশির দিনে কাদঁতে নেই'...... লুৎফর রহমান রিটন

ফোবানা ও ম্যারিয়ট হোটেল বিল সংক্রান্ত বিষয়ে মিথ্যা প্রচারের সতর্কীকরণ