১০ জানুয়ারি চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং ও ইথিওপিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ডেমেকের সঙ্গে আদ্দিস আবাবায় সাংবাদিক সম্মেলনে অংশ নেন।
ছিন কাং বলেন, ইথিওপিয়া প্রভাবশালী আফ্রিকান দেশ ও উন্নয়নশীল দেশ এবং আফ্রিকায় চীনের গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরে আন্তর্জাতিক পরিস্থিতি যতই পরিবর্তন হোক না কেন, চীন ও ইথিওপিয়ার বন্ধুত্ব সবসময় অটুট ও শক্তিশালী রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের নেতাদের নেতৃত্বে চীন-ইথিওপিয়া সম্পর্কের উন্নয়ন উচ্চ পর্যায়ে পৌঁছেছে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা অনেক সাফল্য অর্জন করেছে।
ছিন কাং বলেন, ইথিওপিয়া সফরকালে তিনি প্রধানমন্ত্রী আবির সঙ্গে সাক্ষাৎকরেন এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ডেমেকের সঙ্গে বৈঠক করেন। এসময় দু’পক্ষ পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার ও গভীরতর করতে একমত হয় এবং মৌলিক স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে পরস্পরকে দৃঢ় সমর্থন দিতে সম্মত হয়।
দু’পক্ষ উন্নয়ন কৌশল সমন্বয় করবে ও বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করবে, আলজেরিয়া-জিবুতি রেলওয়ের মত দু’দেশের ফ্ল্যাগশিপ প্রকল্প এগিয়ে নেবে, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াবে এবং কল্যাণকর সহযোগিতা জোরদার করে অভিন্ন উন্নয়নের অংশীদার হবে। পাশাপাশি বহুপক্ষীয় বিষয়ে সমন্বয় বাড়িয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে দু’পক্ষ।
ছিন কাং আরো বলেন, চীন-ইথিওপিয়া সম্পর্কের নতুন উন্নয়নের সুযোগ ও বিপুল সম্ভাবনা রয়েছে। চীন ইথিওপিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করে দু’দেশের জনকল্যাণ আশা করে।
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।