৪ জানুয়ারি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী মাদাম ফেং লি ইউয়ানের সঙ্গে চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের স্ত্রী মাদাম লুইস আরানেটা- মার্কোস।
তাঁরা জাতীয় জাদুঘর এবং প্রাসাদ জাদুঘরে যৌথভাবে আয়োজিত একটি প্রদর্শনী ঘুরে দেখেন এবং দুই দেশের পুরনো প্রজন্মের নেতাদের মধ্যে বিনিময়ের ইতিহাস স্মরণ করেন। তাঁরা দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।
মাদাম ফেং লি ইউয়ান বলেন, চীন ও ফিলিপিন্স সমুদ্রাঞ্চলে একে-অপরের মুখোমুখি ঘনিষ্ঠ প্রতিবেশী। ফিলিপিন্স সামুদ্রিক রেশমপথ বরাবর একটি গুরুত্বপূর্ণ দেশ। তিনি দু’দেশের জনগণের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় এগিয়ে নিতে চান।
মাদাম লুইস মার্কোস মাদাম ফেংকে ধন্যবাদ জানান এবং চীনের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আরও ভাল ও গভীর বোঝার আশা প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের জনগণের উচিত সিল্ক রোডের চেতনার আলোকে অব্যাহতভাবে পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব বৃদ্ধি করা।
সূত্র: প্রেমা,সিএমজি।