একুশ নিয়ে অণুকবিতা

- জাকিয়া রহমান 

 

(১) কৃষ্ণচূড়ার আর্তনাদ

 

এল রোদন বসন্তে!  

বর্ণমালায় রচিত- 

কথা-মালার প্রেমকাব্য সম্ভার  

লুটায় পথের ‘পর।     

হতচকিত চারদিক!

রক্ত স্নাত রাজপথে,

শায়িত রফিক-সালাম-বরকত!    

কৃষ্ণচূড়ার আর্তনাদ,  

কেন এ রক্তের ক্ষত?     

 

(২) চতুর ফন্দি

 

ওরা ফেঁদেছিল বড়ই কুশলী ফন্দি,  

বাংলা বর্ণমালা করবে চিরবন্দী। 

কারাবাসে করে কণ্ঠ রোধ,   

ছিনিয়ে নেবে সবার বোধ।  

একুশের দীক্ষা, একুশের সুমন্ত্র, 

করল সুরক্ষা- ভাঙল এ ষড়যন্ত্র!  

 

(৩) বীভৎস আলপনা

 

ফাল্গুনি কবিতায় সেজেছিল বর্ণমালার সাজি, 

কৃষ্ণচূড়া করেছিল শিঙার,

প্রেম আবীরে লেপে দিবে-

রাজপথ পাপড়ির সোহাগে।    

সহসা কম্পিত চতুর্দিক!  

রাজপথে রক্তের বীভৎস আলপনার বিলাপ!

 

(৪) শব্দ চাষের ভূতল

 

দানবেরা ভেবেছিল নিষ্ফল-  

আমাদের শব্দ চাষের ভূতল, 

বেড়ী বেঁধে করবে নির্জল।   

বাংলাভাষা করবে তারা অচল- 

মানিকরা জীবন দিয়ে করল তা বিফল।