এম আব্দুর রাজ্জাক ছাতিয়ানগ্রাম বগুড়া থেকে :


বগুড়ার জেলার আদমদিঘী উপজেলার ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ১ জানুয়ারি, রোববার, সকাল ১১ টায়, ছাতিনগ্রাম উচ্চ বিদ‍্যালয়ে ও ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ‍্যালয়ে এবং অন্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বই উৎসব উদযাপন করা হয়।

ছাতিনগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শেখ জালাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বই বিতরণের উদ্বোধন করেন আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউ পি, চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু)। আজ তিনি ৪টি বিদ‍্যালয়ে "বই উৎসব -২০২৩ " শুভ উদ্বোধন করেন।
১. ছাতিনগ্রাম দ্বি- মুখী উচ্চ বিদ‍্যালয়

২.ছাতিনগ্রাম বালিকা উচ্চ বিদ‍্যালয়

৩. অন্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসা

৪. ছাতিনগ্রাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়।

এ অনুষ্ঠানে এসব বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সদস্য, ছাতিনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ জালাল উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, এবং অত্র বিদ‍্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা মন্ডলীগন সহ ছাত্র / ছাত্রীগন এবং সমাজের গন‍্যমান‍্য বাক্তিবর্গসহ উপস্থিত ছিলেন ।