যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

সহিংসতার এই খবরগুলোর সুষ্ঠ তদন্ত করতে, এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।

- রাষ্ট্রদূত পিটার হাস

The U.S. Embassy extends its condolences to the families of those killed and injured yesterday in Dhaka. We are concerned about reports of intimidation and political violence in Dhaka and call on everyone to respect the rule of law and to refrain from violence, harassment, and intimidation.

We encourage government authorities to investigate these reports of violence and to protect the fundamental freedoms of expression, association, and peaceful assembly.

-Ambassador Peter Haas