নিউইয়র্ক (ইউএনএ): ঝিনাইদহের সন্তান বরেণ্য সাংবাদিক মনজুর
আহমদ। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল-এর প্রধান
সম্পাদক। ঢাকার অধুনালুপ্ত দৈনিক বাংলা’য় দীর্ঘদিন গুরুত্বপুর্ণ
বিভিন্ন পদে কাজ করেছেন। ছিলেন বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ও
জাতীয় প্রেসক্লাবের সহ সভাপতি। গত ২২ ডিসেম্বর ছিলো তাঁর
৮০তম জন্মদিন। এদিন তিনি প্রবাসের গুণীজনদের ফুলেল শুভেচ্ছায়
অভিষিক্ত হলেন। এ উপলক্ষ্যে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা
মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
সাংবাদিক হাসানুজ্জামান সাকীর উপস্থাপনায় অনুষ্ঠানে ৮০তম
জন্মদিনের অভিব্যক্তি প্রকাশ করেন মনজুর আহমদ। সংক্ষেপে তাঁর জীবনের
স্মৃতি তুলে ধরেন সহধর্মীনি, বিশিষ্ট অভিনেত্রী রেখা আহমদ। শুভেচ্ছা
বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বিশিষ্ট
কলামিষ্ট হাসান ফেরদৌস, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল
আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাংবাদিক
আকবর হায়দার কিরণ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রানু ফেরদৌস, নিউজ
প্রেজেন্টার সাদিয়া খন্দকার, সঙ্গীত শিল্পী শাহ মাহবুব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক মনজুর আহমদ-এর ‘জাতির জনক,
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুব কাছ
থেকে দেখা, একাত্তরের মুক্তি সংগ্রাম, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ
সবকিছু মিলিয়ে তিনি ইতিহাসের প্রত্যক্ষদর্শী স্বাক্ষী।
সাংবাদিকতার বাইরেও তিনি একজন কবি, সাহিত্যিক ও গবেষক।