এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
বগুড়ার আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাতে ১.৩০ মিনিটে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে ঘটনা টি ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইউ পি চেয়ারম্যান আব্দুল হক (আবু)।
জানা গেছে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউ পি কার্যালয়ে চেয়ারম্যানের কক্ষ লক্ষ করে দৃর্বত্তরা ৪ টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় বোমা বিস্ফোরণ হলে ডিজিটাল উদ্যোক্তার কক্ষের জানালার একাংশ পুড়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে আশ- পাশের বসত বাড়ি থেকে লোকজন এবং পরিষদে নৈশ্য কালিন দায়িত্বে থাকা এক গ্রাম পুলিশ দৌড়ে বেড়িয়ে আসেন। ঘটনা টি বতর্মানে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।
ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান আব্দুল হক (আবু) জানান, ইউনিয়ন পরিষদের পাশের রাস্তা থেকে ইউ পি কার্যালয়ে বোমা নিক্ষেপ করা হয়। কিন্তু যারা ঘটনা টি ঘটিয়েছে তাদের কাউকে চিহ্নিত করা যায় নি। এ ঘটনায় মামলা দায়েরের জোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তবে ধারণা করা হচ্ছে, এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য বি এন পি -জামায়াতের লোকজন ঘটনাটি ঘটাতে পারে।
আদমদিঘী থানার অফিসার ইনচার্জ ( ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে এস আই তারেক রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল ও ডিএসবি সদস্যগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে কাঁচের সেভেন আপের ভাঙ্গা অংশ বোতলের মধ্যে পাটের সলতা এবং কেরোসিন তেলের গন্ধ পাওয়া যায়, কেউ ক্ষতিগ্রস্ত হয় নি। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য দৃর্বত্তরা ঘটনাটি ঘটাতে পারে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সুত্রে জানা গেছে।
আদমদিঘীর ছাতিয়ানগ্রাম ইউ পি, কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ১০:২৯ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

ভারতের আগরতলার বেতার শ্রোতা প্রখ্যাত ডি-এক্সার প্রদীপ কুন্ডু বাংলাদেশে আসছেন

ঠাকুরগাঁওয়ে খেঁজুর গাছের রস থেকে বাগানেই তৈরি করা হচ্ছে সুস্বাদু গুড়

কাল্লাগাড়ি ইসলামিয়া দাঃ ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিরাট তাফসিরুল কুরআন মাহফিল

রুদ্র, বন্ধু আমার--- কামাল চৌধুরী

বগুড়া ঘুষ দুর্নীতিমুক্ত জেলা হবে ঘোষণা - জেলা প্রশাসক হোসনা আফরোজ

আদমদীঘিতে গভীর রাতে অসহায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আদমদীঘিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

লক্ষকোটি তারার মাঝে হারিয়ে গেলেন সঙ্গীত পরিচালক আলম খান