এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

রাজশাহীতে ‘গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয়’ শীর্ষক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  (২৪ ফেব্রুয়ারী সোমবার )কারা প্রশিক্ষণ মিলনায়তনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।  সম্মেলনের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয়া কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউনিয়ন পরিষদ শাখার যুগ্ম সচিব ফজলে আজিম, ইউএনডিপির পক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের, প্রজেক্ট কো-অর্ডিনেশন অ্যানালিস্ট শংকর পাল।

 সম্মেলনের মূল লক্ষ্য অল্প সময়ে ও স্বল্প খরচে স্থানীয় ছোটখাটো বিরোধ মীংমাসা এবং গ্রামীণ জনগণের মাঝে বিচারিকসেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রকল্প এলাকার ৫৬৫ ইউনিয়নে গ্রাম আদালতগুলোকে আরো সক্রিয় করতে বিভাগীয় পর্যায়ে দিক-নির্দেশনা লাভ করা।  সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।  উল্লেখ্য, এ প্রকল্প স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের লক্ষ্যে তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত: নারী ও পিছিয়ে পড়া মানুষদের ন্যায়বিচার প্রাপ্তির জন্য কাজ করছে। প্রকল্পটি বর্তমানে এর ৩য় পর্যায়ে দেশের আটটি বিভাগের ৬১ জেলার (পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলা ব্যতিত) ৪৬৮ উপজেলার ৪ হাজার ৪৫৩টি ইউনিয়নে গ্রামীণ জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। এ ছাড়া প্রকল্পটি এর ১ম ও ২য় পর্যায়ে দেশের ১ হাজার ৪১২টি ইউনিয়নের ২৫ লাখেরও বেশি স্থানীয় লোকজনকে (১৯ লাখ ৫৩ হাজার নারী) বিচারিক সুবিধা পেতে সাহায্য করেছে।