এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
শনিবার সান্তাহার পৌর শহরের ফারিস্তা কমিউনিটি সেন্টার এ্যান্ড পার্কে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে এ উৎসবের আয়োজন করা হয়। কর্মসুচির মধ্যে ছিল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষাথীদের মাঝে ক্রেস প্রদান, দুপুর খাবার ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রজত জয়ন্তী শুরুতেই সকালে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দলীয় সংঙ্গীতের তালে নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ
সুচনা করা হয়েছে। পরে স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে ২৫ বছরের যাত্রা নিয়ে ডকুমেন্টারি এবং শিক্ষার্থীদের একাডেমিক ও এক্সট্রা কারিকুলার নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বেলা ১১টায় স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকাদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল প্রঙ্গন থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে ফারিস্তা কমিউনিটি সেন্টার এ্যান্ড পার্কে গিয়ে শেষ হয়। দুপুর ১২টায় ফারিস্তা কমিউনিটি সেন্টার এ্যান্ড পার্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার ইউনাইটেড কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার মলির সভাপতিত্বে প্রক্তন ছাত্রী সুমাইয়া তাবাসসুম জান্নাতের সঞ্চালনায় রজত জয়ন্তীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওই স্কুলের শিক্ষক রোকেয়া বেগম, মিলন মাহমুদ, রুজি বেগম, রোকসানা জ্জামান রানী, শামসুর রহমান, প্রক্তন ছাত্র আরফাজ আহমেদ রাহাত প্রমুখ।
ইউনাইটেড কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার মলি স্কুলের ২৫ বছরের যাত্রায় সহকর্মীদের নিরলস অবদানের প্রসঙ্গ উল্লেখ করেন বলেন, পাঠ্য পুস্তক থেকে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের কে নৈতিক শিক্ষা প্রদান করে থাকি। শিক্ষার্থীরা যেন যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে তার জন্য শারীরিক ও মানসিক শক্তি অর্জন করা দরকার। এই স্কুলের শিক্ষার্থীরা বর্তমান শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। সেই ভাবেই তাদের গড়ে তোলা হচ্ছে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস প্রদান করা হয়। দুপুরে খাবার শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান ব্যান্ড-শো মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ইউনাইটেড কিন্ডার গার্ডেন স্কুলের রজত জয়ন্তী উদযাপন
প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৬ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

Senator Roger Marshall to extend support to strengthen further Dhaka-Washington ties

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

‘নারী অধিকার: তরুণের ভাবনা’ বিষয়ক মতবিনিময় সভা

ইংরেজি নতুন বছর উপলক্ষে শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান

স্মরণ : ফরহাদ খান-- হাসান মীর

অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে প্রগেসিভ এন্ড অল্টারনেটিভ রক ব্যান্ড ‘স্টোন

বিশিস্ট সাংবাদিক লেখক মাইন উদ্দিন আহমেদ আর নেই