নিউইয়র্ক (ইউএনএ): স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি ‘জাতির জনক’
বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের পর এবার বিশ্বের রাজধানী খ্যাত
নিউইয়র্কো ঐতিহ্যবাহী টাইম স্কয়ারের বিশাল স্ক্রীনে ভেসে উঠলো
‘লাল-সবুজ’ এর বাংলাদেশ। স্বাধীনতার ৫২তম বিজয় দিবসে ১৬
ডিসেম্বর শুক্রবার এবার ব্যতিক্রমী এই আয়োজন করে চমক লাগিয়েছে
নিউইয়র্কের ই-কমার্স প্রতিষ্ঠা্ন গ্রুপ। দিনটিকে স্মরণীয়
করে রাখতে এবং জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি
শ্রদ্ধা জানাতে আয়োজিত টাইমস স্কয়ারের বিশাল স্ত্রিনে তুলে ধরা হয়
বাংলাদেশের মুুক্তি সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস, যা বিশ্ববাসীর নজর
কাড়ে।
পূর্ব ঘোষণা মোতাবেক ঐদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত
টাইমস স্কয়ারের ১৫৪০ ব্রডওয়ের পোলো ভবনের বিশাল স্ত্রিনে প্রতি চার
মিনিট পর পর ভেসে ওঠে বাঙালীর গৌরবগাঁথা মহান মুক্তিযুদ্ধের
ইতিহাস। প্রতিকূল আবহাওয়ায় তীব্র ঠান্ডা আর বৃষ্টি-বাদলা উপক্ষো
করে বিপুল সংখ্যক প্রবাসী তা দেখতে ভিড় করেন ম্যানহাটা্ন
টাইমস স্কয়ারের বিশাল স্ক্রিনের সামনে। বাংলাদেশীদের সাথে ভিড় করেন
বিদেশী কৌতুহলী ট্যুরিস্টরাও। তাদেরও নজর এড়াতে পারেনি বিশাল
এলইডি স্ক্রিন।
উল্লেখিত আয়োজন সম্পর্কে টাইমস স্কয়ারে উপস্থিত উৎসব
গ্রুপের সিইও রায়হান জামান মিডিয়াকে তার প্রতিক্রিয়ায় বলেন,
দলমতের উর্ধ্বে আমাদের জন্মভূমি বাংলাদেশ। আমরা গর্ব করি বাংলাদেশ
নিয়ে। তাই উন্মুক্ত পরিসরে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের
ইতিহাস ও ঐতিহ্য ক্ষুদ্রাকারে হলেও তুলে ধরার চেষ্টা করেছি। বলেন,
আমাদের স্বাধীনতার গৌরব গাঁথা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন
জাতি-গোষ্ঠি ও আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই।
তিনি বলেন, কজিটি সহজ ছিলো না। কিন্তু আমরা এটা করতে
পেরেছি। অবশেষে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে, শ্রম স্বার্থক হয়েছে।
বিশ্বের রাজধানীর বুকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে
পেরেছি। আজ আমরা অনেক খুশী। এজন্য তিনি উপস্থিত সকলের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন।