এম আব্দুর রাজ্জাক, সান্তাহার বগুড়া থেকে : বগুড়ার সান্তাহারে মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২ এর শহীদ স্বরনে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।নমঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩ সান্তাহার পৌর আওয়ামী লীগের উদ্যোগে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এছাড়াও র্যালী শেষে সান্তাহার পৌর ডাক বাংলো শহীদ মিনারে মহান শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুস্প অর্পন করা হয়।এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাবেক গভর্নর আলহাজ্ব কছিম উদ্দিন আহমেদ , বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি ও ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু),
সান্তাহার পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদুল বারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নসরুল হামিদ ফুতু, পিয়াল আহমেদ, ৫ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও সান্তাহার পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী, বাংলাদেশ মানবাধিকার সংস্হা আদমদিঘী উপজেলা শাখা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।