এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্নজয়ন্তী উপলক্ষ ঠাকুরগাঁও পুলিশ নারী কল্যাণ সমিতির “পুনাক শিল্প ও পণ্য মেলা—২২” উদ্বোধন করা হয়। ৩১ অক্টোবর সোমবার রাতে ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী সহ অন্যান্য অতিথিরা। ঠাকুরগাঁও পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে ও রাজশাহী সিল্ক এন্ড বেনারশি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানীর সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, উদ্বোধক ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র এস,এম,এ মঈন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিসিকের উপ ব্যবস্থাপক নুরল হক, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনুসর আলী, রোড যুব সংসদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুক্তা সরকার প্রমুখ।
এ সময় সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হেসেনসহ মেলা পরিচালনাকারী কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দর্শনার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পারপুগী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আরা কলি। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
ঠাকুরগাঁওয়ে পুনাক শিল্প ও পন্য মেলা উদ্বোধন
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:০৩ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

ভাষার মাসেই শুরু হলো ছড়াটে আয়োজিত প্রথম মাসিক ঘরোয়া ছড়াড্ডা

টি এমএসএস মেঠো সুর সঙ্গীত শিল্পী অন্বেষণ" তুমি গায়ক" বিজয়ীদের পুরস্কার বিতরণ

রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মহম্মদ এর অস্বাভাবিক মৃত্যু

আদমদীঘিতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৩ উদযাপিত

নভেম্বরে চালু হবে রাজশাহী-কক্সবাজার ফ্লাইট

নিউইয়র্কে চার দিনব্যাপী বাংলা বইমেলা শুরু ১৪ জুলাই

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন