এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
অক্টোবর ২০, ২০২২
বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন এলেই, এলাকায় বসন্তের কোকিলের আগমন ঘটে। এবারও তাদের আগমন ঘটতে পারে। তারা এলাকায় যাতে ভীড়তে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আজ বগুড়ার সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মোঃ শামছুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিমুল হক। আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, মধুপুর ইউপির সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, প্রভাষক জাকিরুল ইসলাম, জোড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনারুল ইসলাম টিপু, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদিউদ-জ্জামান মুকুল, ঝুন্টু সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহফুজুল হক শিপলু, রফিকুল ইসলাম তুলা, নজরুল ইসলাম, জুলফিকার নাঈম পিপাস, সামিউল ইসলাম লেবু প্রমুখ। এ সময় তিনি নওদাবগা পশ্চিমপাড়া (টুঙ্গিপাড়া) জামে মসজিদের উন্নয়নে ৩ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।
এরপর প্রধান অতিথি উপজেলার চামুরপাড়া হাফেজিয়া মাদ্রাসায় ৫০ হাজার টাকা, সুজাইতপুর রেলগেট সংলগ্ন ঈদগাহের উন্নয়নে ৫০ হাজার, চকচন্দন হরিমন্দিরের উন্নয়নে ৫০ হাজার, কানুপুর মিস্ত্রিপাড়া দুর্গামন্দিরের উন্নয়নে ৫০ হাজার, চকনন্দন জামে মসজিদের উন্নয়নে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও চকনন্দন জামে মসজিদের উন্নয়নে ২ লাখ টাকা ও কানুপুর দুর্গা মন্দিরের উন্নয়নে ১ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।
জাতীয় সংসদ নির্বাচন এলেই এলাকায় বসন্তের কোকিলের আগমন ঘটে -সাহাদারা মান্নান এমপি
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

গোবিন্দগঞ্জে জাতীয় সাঁওতাল মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

শীতের আগমনে বগুড়ায় কর্মব্যস্ততা বেড়েছে লেপ-তোশক তৈরি কারিগরদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন যাচ্ছেন আজ, সই হতে পারে ২০ সমঝোতা

যখন ১৪৩০ এলো - জাকিয়া রহমান

সাংবাদিকতার আইকন রোকেয়া হায়দার চার বছর পর এখন ঢাকায়

২৪-২৭ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে 'নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা'

কনসাল জেনারেল ড. মোহাম্দ মনিরুল ইসলাম কর্তৃক বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ব্যাংক এশিয়া এর অঙ্গপ্রতিষ্ঠান নিউইয়র্কস্থ স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এবং বিএ এক্সপ্রেস পরিদর্শন

তালোড়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেণ্টের ১ম রাউন্ডের ২য় ম্যাচ খেলার উদ্বোধন