এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে বিমান চলাচল। আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচল করবে বলে জানা গেছে।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে নগর ভবনে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে রাসিক মেয়র সাংবাদিকদের বলেন, রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চালু রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আমি নভোএয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলাম। তারা আমার অনুরোধে প্রতি সপ্তাহে একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে পরিবার-পরিজন নিয়ে রাজশাহী থেকে কক্সবাজারে গিয়ে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন ভ্রমণপিপাসুরা।
নভোএয়ারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। রাজশাহী থেকে কক্সবাজারে ফ্লাইট চালুর বিষয়ে আমার পক্ষ থেকে নভোএয়ারকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান রাসিক মেয়র লিটন।
ফ্লাইট চালুর বিষয়ে নভোএয়ারের বিভাগীয় প্রধান (বিপণন ও বিক্রয়) মেসবাহ-উল ইসলাম বলেন, ‘সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাহেবের উদ্যোগ, সাহস ও সমর্থনেই মূলত প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আগামী ১৬/১৭ নভেম্বর থেকে ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতি সপ্তাহে বুধবার অথবা বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। আবার প্রতি সপ্তাহে শনিবার অথবা রবিবার বিকাল ৩টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে।
রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। শিগগিরই ফ্লাইট চালুর তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হবে। রাজশাহী-কক্সবাজার রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করছি রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট চলাচলে আমরা সফল হবো বলে মন্তব্য করেন নভোএয়ারের বিভাগীয় প্রধান (বিপণন ও বিক্রয়) মেসবাহ-উল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, পরিচালক শাহাদৎ হোসেন বাবু, নভোএয়ার এর রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী, রাজশাহী এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান শাওন, বরিশাল এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ সাজেদুল সাব্বির প্রমুখ।
নভেম্বরে চালু হবে রাজশাহী-কক্সবাজার ফ্লাইট
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

নিউইয়র্কে চার দিনব্যাপী বাংলা বইমেলা শুরু ১৪ জুলাই

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন

বিজয় দিবসে টাইমস স্কয়ারের বিশাল স্ত্রিনে বাংলাদেশ

অস্ত্র উঁচিয়ে চাঁদা দাবি, ছোড়েন গুলি

শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শনে বগুড়া ডিসি

বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

শর্টবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ

আদমদীঘিতে সাংবাদিকদের সাথে প্রযোজক কন্যা বিন্দীর মতবিনিময়