বাংলা বানান কোথায় কী লিখবেন :
*  অর্ঘ  ও  অর্ঘ্য।   অর্ঘ ও অর্ঘ্য  দুটি ভিন্ন শব্দ।  বানান ও অর্থে ভিন্নতা থাকলেও উচ্চারণ  প্রায়- অভিন্ন বলে বানানে প্রায়শ ভুল হয়।  অর্ঘ অর্থ  মূল্য  আর অর্ঘ্য অর্থ  পূজার উপকরণ ।  বানান দুটি মনে রাখার একটা উপায় হতে পারে।  পূজায় অনেক উপকরণের প্রয়োজন হয় তাই পূজার উপকরণ  অর্ঘ্য বানানে  রেফ ছাড়াও য- ফলা যুক্ত করতে হবে।  এই বাড়তি য- ফলাটির কথা মনে  রাখলে বানানে ভুল হওয়ার আশঙ্কা  থাকবে না ।

*  অঙ্ক  / অংক।  বাংলা ব্যাকরণ ও সন্ধির নিয়মানুসারে অঙ্ক  শব্দটি শুদ্ধ আর  অংক বানান অশুদ্ধ।  তথাপি অনেকেই ভুল করে অংক লিখে থাকেন। এখন দেখা যাক, অঙ্ক  লিখতে ঙ্ক কেন দেয়া হয়।  ক, খ, গ, ঘ ইত্যাদি বর্ণ যদি পরে থাকে তাহলে সন্ধির নিয়মানুসারে পূর্বপদের অন্তস্থিত ' ম্ ' এর স্থানে অনুস্বার অথবা বিকল্পে ' ঙ '  দিতে হবে।  এই নিয়মে অঙ্ক  কখনো  অংক হয় না,  কারণ শব্দটির পূর্বে  ' ম্ ' নেই।  তেমনি অঙ্গ, বঙ্গ, সঙ্গ, প্রসঙ্গ, গঙ্গা  ইত্যাদি।  আবার পূর্ব পদে ' ম্ ' আছে বলে আমরা লিখি অলঙ্কার  / অলংকার,   অহঙ্কার / অহংকার।  অতএব,  অংক নয়,  অঙ্ক  লিখুন। 

*  অচেনা / অজ্ঞাত ।  ' অজ্ঞাত ' শব্দের অর্থ  - যা জানা বা জ্ঞাত নয়।  কোনো বিষয় জ্ঞাত বা জ্ঞানের মধ্যে না থাকলে  সেখানে অজ্ঞাত শব্দ ব্যবহার করা হয়।  যেমন -  মহাবিশ্বের অনেক তথ্যই এখনো  অজ্ঞাত।  কিংবা অজ্ঞাত কেউ এই কাজটি করেছে।
কিন্তু কোনো  বিষয় জ্ঞানের মধ্যে আছে কিন্তু পরিচয় জানা নেই। সেক্ষেত্রে অচেনা  শব্দ ব্যবহার করা যায়।  যেমন --  অচেনা লোকের কথায় বিশ্বাস করতে নেই।  আবার ধরা যাক,  একটা লাশ উদ্ধার হলো।  সে কীভাবে মারা গেছে, নাকি কেউ তাকে হত্যা করেছে কিছুই জানা গেল না।  এক্ষেত্রে বলা যায় মানুষটি অচেনা তবে তার মৃত্যুর কারণ অজ্ঞাত।  বস্তুত এখানে অচেনা আর অজ্ঞাত শব্দের অর্থের মধ্যে বেশ খানিকটা তফাৎ রয়েছে, শব্দদুটি  ব্যবহারের সময় খেয়াল রাখা ভালো ।

*  অজ্ঞান / অজ্ঞতা / অজ্ঞানতা।  অজ্ঞান বিশেষণ পদ। এর অর্থ  চেতনাহীন।  যেমন - পুত্রের মৃত্যু সংবাদ শুনে মা অজ্ঞান হয়ে গেছেন।  জ্ঞান শব্দের অর্থ  হচ্ছে -- বোধ, বুদ্ধি, অনুভবশক্তি,  অভিজ্ঞান, কোনো  বিষয়ে জানা বা সচেতনতা। অজ্ঞান পদের বিশেষ্য হচ্ছে ' অজ্ঞতা '।  অনেকে অজ্ঞান শব্দের বিপরীত শব্দ অজ্ঞানতা  লিখে থাকেন।  বিশেষ্যে  অজ্ঞতা অর্থে অজ্ঞানতা লেখা ঠিক না। ( কৃতজ্ঞতা  : ড. মোহাম্মদ আমীন )।  পুরনো লেখা।