এম আব্দুর রাজ্জাক :
একটি গাভী থেকে বছরে হবে দুটি বাছুর
গরুর খামারি ও কৃষকদের জন্য সুখবর। এতোদিন একটি গাভী বছরে একটি বাছুরের জন্ম দিতো। এখন একটি গাভী থেকে বছরে দুটি বাছুর জন্ম দেওয়ার প্রযুক্তির সাফল্য দাবি করছেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীরা।
প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেব বলছেন, বাংলাদেশে এ প্রযুক্তিটি নতুন। প্রাথমিক সাফল্যের পর আমরা এটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য কাজ করছি। সফল হলে এটি নিঃসন্দেহে দেশের গরু সম্পদের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।
কিন্তু নতুন প্রযুক্তি আসলে কী? কীভাবে কাজ করে?
ড. গৌতম কুমার দেব বলছেন, প্রযুক্তিটির নাম ইনভিট্রো অ্যামব্রায়ো প্রডাকশন বা আইভিপি। তবে এটিকে কেউ কেউ আইভিএ-ও বলে থাকেন। এতে বেশি দুধ দেয় এমন গাভী থেকে ডিম্বাণু সংগ্রহ করে ল্যাবরেটরিতে নেয়া হয়। সেখানে ডিম্বাণুকে পরিপক্ব করে ফার্টিলাইজ করানো হয়। এর ফলে যে ভ্রূণের জন্ম হয় গবেষণাগারে সেখান থেকে দুটি করে ভ্রূণ ধাত্রী গাভীতে সংস্থাপন করা হয়। এরপর ওই গাভীটি গর্ভধারণ করলেই দুটি করে বাচ্চা বাড়তে থাকবে।
তিনি বলছেন, গবেষণার অংশ হিসেবে তাদের পরীক্ষাগুলোতে সফলতা এসেছে। তাই তারা এখন মাঠ পর্যায়ে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিকভাবে সফল হওয়ায় আমরা এখন ভালো মানের এনিমেল বাছাই করছি এবং এসব লাইভ এনিমেল থেকে ডিম্বাণু কালেকশনের কাজ করা হবে। আমরা আশা করছি মাঠ পর্যায়ে এটি সফল হবে এবং পরে তা আমরা ছড়িয়ে দিতে পারবো। একটি সুস্থ ও ভালো মানের গাভীর ডিম্বাণু দিয়ে অনেকগুলো গাভীর গর্ভধারণ করানো সম্ভব হবে।
এখন যদি গবেষকরা একটির বদলে দুটি বাছুর জন্ম দেয়ার কার্যক্রম মাঠ পর্যায়ে প্রয়োগে সফল হন তাহলে গরু উৎপাদন ব্যাপকভাবে বাড়ানো যাবে।
বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বাছুর উৎপাদনে বিএলআরআই এর সাফল্য
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৫:৩০ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

বিবিসি- বাংলার ৮১ বছর ও কিছু স্মৃতি--হাসান মীর

শ্রীপঞ্চমী গরুর দৌড়, দড়ি ছেঁড়া ও লড়াই ও মেলা

ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হলো শেখ রাসেল দিবস

ছাতিয়ানগ্রাম উচ্চ বিদ্যালয়ে ভলিবল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত

ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত
.jpeg)
নিউইয়র্কে 'খবর'-এর ২৫ বছরপূর্তি

বইমেলায় কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র ৮টি স্পিরিচুয়াল সুপারন্যাচারাল থ্রিলার

নৈসর্গিক ও রোমাঞ্চকর খৈয়াছরা ঝরনা চট্টগ্রামে মিরসরাইয়ে গহীন পাহাড়ে খৈয়াছরা ঝরনা