এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
১২.১০.২০২২
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় নওগাঁ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। জেলা প্রশাসক মেহেদী হাসানের নেতৃত্বে গঠিত কমিটি শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারের ক্যাটাগরিতে ১১টি উপজেলার মধ্যে তাকে জাতীয় শিক্ষা পদক ২০২২-এ শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত করেছে।
কাজের ফাঁকে একটু সময় পেয়ে বেলা ১২ টার দিকে উপজেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় যান তিনি। বুধবারও ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ধর্ম শিক্ষা ও পঞ্চম শ্রেণির গণিত ক্লাস নেন তিনি। এসময় উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ইউএনও স্যার মাঝে মধ্যে হঠাৎ করে স্কুলে আসেন। বিভিন্ন শ্রেণিতে গিয়ে ক্লাস নেন। শিক্ষা ব্যবস্থা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন। আমাদের জন্য এটি অবশ্যই অনেক ভালো লাগার বিষয়।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রজাতন্ত্রের কর্মচারী এবং দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষাখাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমার জন্য গর্বের। প্রাথমিকের খুদে শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। প্রাথমিক পর্যায়েই শিশুদের শিক্ষার প্রতি মনযোগী করে তুলতে হবে।
তিনি আরও বলেন, নিঃসন্দেহে এ প্রাপ্তি আনন্দের। তবে এই অর্জন শুধু আমার একার নয়। সবার অংশগ্রহণের সমন্বিত অর্জন। উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারকে কৃতজ্ঞতা জানাই। আমার সব প্রচেষ্টায় তারা সঙ্গে থেকেছেন, সহযোগিতা করেছেন, আমাকে সফল করেছেন।
আব্দুল্যাহ আল মামুন জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
নওগাঁর শ্রেষ্ঠ ইউএনও আব্দুল্যাহ আল মামুন
প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৪, ০৯:০২ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার রাষ্ট্রপতির আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন : ঢাকাতে আর্জেন্টাইন দূতাবাস স্থাপনের ঘোষণা

সম্পাদক মোজাম্মেল হক ও তার পত্নী মহসিনা হাসনাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে অস্ট্রেলিয়ায়

"অন্তর্বর্তীকালীন সময়ে একটি টেকসই এবং স্থিতিস্থাপক বাংলাদেশ: সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা"

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ জমকালো আয়োজনের মাধ্যমে রেডিও তেহরানের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে

প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ সরকারের অনন্য দৃষ্টান্ত : যুগ্ম সচিব নায়েব আলী

বড়ো নামে আপত্তি, ইংরেজ সাহেবের কথায় ‘মণিশংকর’ হয়ে গেলেন ‘শংকর’

ঐতিহাসিক স্থান শান্তাহার রানী ভবানীর বাপের বাড়ি শান্তাহার ছাতিয়ানগ্রাম