এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


উত্তরবঙ্গ যাদুঘর, কুড়িগ্রামের উন্নয়নে ১ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেছেন রংপুরের বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম।

শনিবার সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত উত্তরবঙ্গ জাদুঘর, কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা এবং একুশে পদক প্রাপ্ত এস.এম আব্রাহাম লিংকনের হাতে এ অনুদানের চেক তুলেন দেন তিনি।

এসময় রংপুরের জেলা প্রশাসক মো: আসিব আহসান, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু,রংপুর প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান হাবু সহ লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও  জেলার প্রশাসকবৃন্দ, উত্তরবঙ্গ জাদুঘরের সাথে সম্পৃক্ত উপদেষ্টামন্ডলী ও ট্রাষ্টিবৃন্দ উপস্থিত ছিলেন।