ফোবানার ব্যাপারে মিথ্যা বিজ্ঞপ্তির সতর্কীকরণ
প্রেস বিজ্ঞপ্তি : ফোবানা চেয়ারম্যন জনাব আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ডক্টর রফিক খানের পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কতিপয় ব্যক্তিবর্গ ফোবানার নাম অপব্যাবহার করে সম্প্রতি যে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করে ফোবানা থেকে অপকর্মের জন্য বহিষ্কৃত দুইজন ব্যক্তি, আহসান চৌধুরী হিরু ও নাহিদুল খান সাহেল। এদের মধ্যে প্রথম জনকে (হিরু) গত জুন ২০২১ সালে আজীবনের জন্য এবং দ্বিতীয় জনকে (সাহেল) পাঁচ বছরের জন্য ফোবানা থেকে বহিষ্কার করা হয়। সংবাদটি নানা গণ মাধ্যমে প্রকাশিত হয় এবং তার কিছু প্রমান নিম্নে দেখানো হলো। যে দুইজন ব্যক্তি বেশ কয়েক মাস আগে বহিষ্কৃত হয়েছে তাদের দ্বারা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা প্রচার ব্যাতিত কিছু নয় ।
এখানে উল্লেখ্য যে ফোবানার মূলধারার ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্যকে সামনে রেখে গত সেপ্টেম্বর ২-৪, ২০২২, ক্যালিফোর্নিয়ার বারব্যাংক এয়ারপোর্ট হোটেলে অনুষ্ঠিত হয় একটি সার্থক সম্মেলন যাতে সংযুক্ত ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এ. কে. আব্দুল মোমেন সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। অপরদিকে কিছু ফোবানার মূলধারা থেকে বিচ্যুত কিছু ব্যক্তি দ্বারা শিকাগোতে অনুষ্টিতব্য অনুষ্ঠানটি হয়ে উঠে একটি বিতর্কিত অনুষ্ঠান যাতে সংযুক্ত হতে প্রত্যাখ্যান করেন প্রবাসী কল্যাণ ও
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মাননীয় ইমরান আহমেদ এবং রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। বিভিন্ন অনিয়ম ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধিমূলক আচরণের কারণে তাদের ৬৫০ আসন বিশিষ্ট সম্মেলনটি সার্থক হয়নি । তাই এই স্বার্থান্নেষী ব্যক্তিবর্গ মূলধারার স্বাধীনতাপন্থী ফোবানার বিরুদ্ধে অপপ্রচার এবং আক্রমণাত্মক কর্মে লিপ্ত হয়েছে। তারা কিছু শান্তিকামী মূলধারার ফোবানার নেতৃবৃন্দকে বহিষ্কার করার প্রেস বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে আক্রমণ করার অপচেষ্টা করছে।
কিছু কুচক্রী ব্যক্তিবর্গ ফোবানার সংবিধান ভঙ্গ করে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের (বি. এন. পি.) জর্জিয়া শাখার প্রধান নাহিদুল খান সাহেল কে তাদের ভুয়া ফোবানা সংগঠনের নির্বাহী সম্পাদকের পদে অধিষ্ঠিত করে। সাথে সাথে ভাইস চেয়ারম্যান পদে সংযুক রেখেছে ফেডারেল কোর্টে সাজাপ্রাপ্ত ব্যক্তি মাসুদ রব চৌধুরী কে। আপনাদের অবগতির জন্য
জানানো যাচ্ছে যে আমাদের মূলধারার ফোবানার সাথে এ সমস্ত ব্যাক্তিগর্গের কোনো সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও আমাদের এই পরিচ্ছন্ন, অপরাধমুক্ত, ও বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী ফোবানায় এধরণের ব্যক্তিবর্গদের কখনোই সংযুক্ত করা হবে না। ফোবানার কেন্দ্রীয় কমিটি পক্ষ থেকে সকল ফোবানা শুভাকাঙ্খীদের এই প্রকার বিভ্রান্তিমূলক অপপ্রচারের ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছেন। এই ব্যাপারে বা ফোবানার যেকোনো তথ্যের জন্য ফোবানা চেয়ারপার্সন আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড. রফিক খান এর সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। অথবা ভিজিট করুন WWW.FOBANA.INFO.
আতিকুর রহমান, চেয়ারম্যান ড. রফিক খান
এডহক কমিটি ২০২২ এক্সিকিউটিভ সেক্রেটারি
ফোন: ৯৫৪-৮১৮-২৯৭০, ফোন: ২৮১-৪৬০-৯১০১
ইমেইল: [email protected] ইমেইল: [email protected]