মোহাম্মদ আবদুল্লাহঃ খাদিমুল হারামাইন শরিফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এর পক্ষে তার উপদেষ্টা এবং মক্কা অঞ্চলের গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল ৪২ তম বাদশাহ আব্দুল আজিজ কুরআন হেফজ, তেলাওয়াত ও তাফসির আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন। সৌদি আরবের ইসলাম, দাওয়া ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মক্কার মসজিদে হারামের প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ১১১ টি দেশের ১৫৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।