ঢাকার প্রথম । ✍️ আজকের ঢাকা আসল ঢাকা না । আপনি যদি এই শতকে ঢাকায় এসে বসবাস শুরু করে থাকেন , তবে আপনি আসল ঢাকার টেস্ট পাননি । আপনি একটা নকল ঢাকায় ঢাকা পড়া ঢাকা দেখছেন । ঢাকার বয়স ৪০০ বছরের কাছাকাছি । তবে ২০০০ সাল বা তার কিছু সময় পর পর্যন্ত ঢাকা মোটামুটি নিজ রূপ ধরে রেখেছিলো । ১৯৮০ - ১৯৯০ দশক পর্যন্ত ঢাকা তার স্বরূপেই ছিলো । ঢাকায় মানুষ ছিলো কম , গাছ ছিলো বেশি । ঢাকায় রিক্সা ছিলো বেশি , গাড়ি ছিলো কম । গাড়ি ছিলো উচ্চশিক্ষিতদের । ডাক্তার , আইনজীবী বা ইউনিভার্সিটির প্রফেসরদের । শুনলে আশ্চর্য হবেন , ঢাকায় ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ীদেরও ব্যক্তিগত গাড়ি খুব কম ছিলো । কিছু এলিট ব্যবসায়ীদের গাড়ি ছিলো । ঢাকায় আমলারা খুব সাদাসিধে জীবন যাপন করতেন । একজন সচিব রিক্সায় চলতেন , কোনো পার্টি অনুষ্ঠানে পরিবার নিয়ে স্কুটারে যেতেন । আমার সবচেয়ে বড় ফুফাতো ভাই আইজি প্রিজন ছিলেন । উনার ব্যক্তিগত গাড়ি ছিলো না । সিনেমার নায়ক নায়িকাদের গাড়ি ছিলো , তাও সবার না । ১৯৮০ দশকে ঢাকার ধানমন্ডি এলাকায় দুপুর বেলা গাছে পাখি ডাকলে সেটা কানে বাজতো । ১৯৯০ দশকে বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের কোথাও কোথাও ধানক্ষেত ছিলো । প্রচুর খাল ও জলাশয় ছিলো ঢাকা শহরে । পান্থপথের যে বসুন্ধরা শপিং মলে সিনেপ্লেক্সে মুভি দেখতে আসেন , অথবা আসেন স্কয়ার হসপিটালে , এই পুরো পথটিই একসময় দুই মানুষ গভীর পানির নিচে ছিলো । এখানে নৌকা চলতো । ৪০০ বছরের পুরোনো ঢাকা শহর ছিলো সবুজ আর প্রকৃতির ছোঁয়ায় এক অপূর্ব শহর । ঢাকা নিয়ে আরেকদিন বিস্তারিত বলবো । আজ বলবো ঢাকার সবচেয়ে প্রথমে হওয়া কিছুর কথা । এদের কিছু কিছু এখনো আছে , বাকীরা বিলুপ্ত হয়ে গেছে । অন ইওর মার্ক , গেট সেট , গো - ঢাকার প্রথম চায়নিজ রেস্টুরেন্ট - চু চিন চৌ । এটা গুলিস্তান হল বিল্ডিঙে ছিলো । মালিক ছিলো চীনারা । ঢাকার প্রথম বিরানি ক্রেইজ - পুরোনো ঢাকার নান্না মিয়াঁর বিরানি । ঢাকার প্রথম তেহারি ক্রেইজ - হাজীর বিরানি । ঢাকার প্রথম বার্গার ক্রেইজ - ইয়াম ইয়াম বার্গার । ধানমন্ডি ২৭ নম্বর রোডে ছিলো । ১৯৮০ দশকের প্রথম দিকে কিশোর কিশোরীরা এখানেই বার্গারে টাংকি মারতো । ঢাকার প্রথম কফি ক্রেইজ - এলিফ্যান্ট রোডের কফি হাউজ । সাধারণত টেলিফোনের প্রেমিক প্রেমিকাদের প্রথম দেখাদেখি এখানের কফির চুমুকেই হতো । ঢাকার প্রথম কাঠি আইসক্রীম ক্রেইজ - বেবি আইসক্রীম । ঢাকার প্রথম কাপ আইসক্রীম ক্রেইজ - ইগলু আইসক্রীম । ঢাকার প্রথম চকো বার ক্রেইজ - পোলার আইসক্রীম । ঢাকার প্রথম আইসক্রীম পার্লার - নিউমার্কেটের নভেলটি আইসক্রীম পার্লার । ঢাকার প্রথম সিনেমা হল - লায়ন সিনেমা হল । ঢাকার প্রথম মধ্যবিত্তের অভিজাত আবাসিক হোটেল - হোটেল আল হেলাল । ঢাকার প্রথম ফাইভ স্টার হোটেল - হোটেল ইন্টারকন্টিনেন্টাল । ঢাকার প্রথম আধুনিক লন্ড্রী - লীফা ড্রাই ক্লিনার্স । এটাও চীনারা চালাতো । ঢাকার প্রথম শপিং প্যারাডাইস - ঢাকা নিউমার্কেট । ঢাকার প্রথম চলন্ত সিঁড়ি যুক্ত এসি মার্কেট - হাতিরপুলের ইস্টার্ন প্লাজা । ঢাকার প্রথম বিউটি পার্লার - মে ফেয়ার । এটা ধানমন্ডি ২৭ নম্বরে ছিলো । ঢাকার প্রথম সুপার শপ - P . Q . S . ঢাকার প্রথম হ্যান্ডিক্র্যাফটস ক্রেইজ - আড়ং । ঢাকার প্রথম টেইলরিং শপ যেটা একমাত্র জিন্সের ট্রাউজার্স বানাতে পারতো - চাঁদনি চকের ইব্রাহীম টেইলার্স । ঢাকার প্রথম সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট - গুলশানের সাজনা রেস্তোরাঁ । ঢাকার প্রথম ইলেকট্রনিক অ্যামিউজমেন্ট পার্ক - গুলশান ওয়ান্ডারল্যান্ড । ঢাকার প্রথম ফুটওভার ব্রিজ - ফার্মগেট ফুটওভার ব্রিজ । ঢাকার প্রথম ফ্লাইওভার - মহাখালি ফ্লাইওভার । ঢাকার প্রথম অভিজাত ক্লাব - ঢাকা ক্লাব । ঢাকার প্রথম নির্বাক টিভি কমেডি সিরিয়াল - ঢাকাইয়া শায়ের খান পরিকল্পিত , রচিত ও পরিচালিত ' ভোলার ডায়রি ' । ঢাকার প্রথম অন্ত্যমিল সংলাপে টিভি কমেডি সিরিয়াল - ঢাকাইয়া শায়ের খান পরিকল্পিত , রচিত ও পরিচালিত ' আড়াইতলা বাড়ি ' । মিষ্টিমুখ করিয়েই শেষ করি । ঢাকার প্রথম মিষ্টি ক্রেইজ - মরণ চাঁদ । ঢাকার প্রথম লাসসি ক্রেইজ - চকবাজারের নুরানী লাসসি । চিয়ার্স । - শায়ের খান 💖 ফাউন্ডার প্ল্যানেট মিডিয়া