ঢাকার প্রথম-- আপনি একটা নকল ঢাকায় ঢাকা পড়া ঢাকা দেখছেন
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫, ০৪:২৫ এএম

ঢাকার প্রথম । ✍️
আজকের ঢাকা আসল ঢাকা না । আপনি যদি এই শতকে ঢাকায় এসে বসবাস শুরু করে থাকেন , তবে আপনি আসল ঢাকার টেস্ট পাননি । আপনি একটা নকল ঢাকায় ঢাকা পড়া ঢাকা দেখছেন । ঢাকার বয়স ৪০০ বছরের কাছাকাছি । তবে ২০০০ সাল বা তার কিছু সময় পর পর্যন্ত ঢাকা মোটামুটি নিজ রূপ ধরে রেখেছিলো । ১৯৮০ - ১৯৯০ দশক পর্যন্ত ঢাকা তার স্বরূপেই ছিলো । ঢাকায় মানুষ ছিলো কম , গাছ ছিলো বেশি । ঢাকায় রিক্সা ছিলো বেশি , গাড়ি ছিলো কম । গাড়ি ছিলো উচ্চশিক্ষিতদের । ডাক্তার , আইনজীবী বা ইউনিভার্সিটির প্রফেসরদের । শুনলে আশ্চর্য হবেন , ঢাকায় ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ীদেরও ব্যক্তিগত গাড়ি খুব কম ছিলো । কিছু এলিট ব্যবসায়ীদের গাড়ি ছিলো । ঢাকায় আমলারা খুব সাদাসিধে জীবন যাপন করতেন । একজন সচিব রিক্সায় চলতেন , কোনো পার্টি অনুষ্ঠানে পরিবার নিয়ে স্কুটারে যেতেন । আমার সবচেয়ে বড় ফুফাতো ভাই আইজি প্রিজন ছিলেন । উনার ব্যক্তিগত গাড়ি ছিলো না । সিনেমার নায়ক নায়িকাদের গাড়ি ছিলো , তাও সবার না । ১৯৮০ দশকে ঢাকার ধানমন্ডি এলাকায় দুপুর বেলা গাছে পাখি ডাকলে সেটা কানে বাজতো । ১৯৯০ দশকে বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের কোথাও কোথাও ধানক্ষেত ছিলো । প্রচুর খাল ও জলাশয় ছিলো ঢাকা শহরে । পান্থপথের যে বসুন্ধরা শপিং মলে সিনেপ্লেক্সে মুভি দেখতে আসেন , অথবা আসেন স্কয়ার হসপিটালে , এই পুরো পথটিই একসময় দুই মানুষ গভীর পানির নিচে ছিলো । এখানে নৌকা চলতো । ৪০০ বছরের পুরোনো ঢাকা শহর ছিলো সবুজ আর প্রকৃতির ছোঁয়ায় এক অপূর্ব শহর । ঢাকা নিয়ে আরেকদিন বিস্তারিত বলবো । আজ বলবো ঢাকার সবচেয়ে প্রথমে হওয়া কিছুর কথা । এদের কিছু কিছু এখনো আছে , বাকীরা বিলুপ্ত হয়ে গেছে । অন ইওর মার্ক , গেট সেট , গো -
ঢাকার প্রথম চায়নিজ রেস্টুরেন্ট - চু চিন চৌ । এটা গুলিস্তান হল বিল্ডিঙে ছিলো । মালিক ছিলো চীনারা ।
ঢাকার প্রথম বিরানি ক্রেইজ - পুরোনো ঢাকার নান্না মিয়াঁর বিরানি ।
ঢাকার প্রথম তেহারি ক্রেইজ - হাজীর বিরানি ।
ঢাকার প্রথম বার্গার ক্রেইজ - ইয়াম ইয়াম বার্গার । ধানমন্ডি ২৭ নম্বর রোডে ছিলো । ১৯৮০ দশকের প্রথম দিকে কিশোর কিশোরীরা এখানেই বার্গারে টাংকি মারতো ।
ঢাকার প্রথম কফি ক্রেইজ - এলিফ্যান্ট রোডের কফি হাউজ । সাধারণত টেলিফোনের প্রেমিক প্রেমিকাদের প্রথম দেখাদেখি এখানের কফির চুমুকেই হতো ।
ঢাকার প্রথম কাঠি আইসক্রীম ক্রেইজ - বেবি আইসক্রীম । ঢাকার প্রথম কাপ আইসক্রীম ক্রেইজ - ইগলু আইসক্রীম । ঢাকার প্রথম চকো বার ক্রেইজ - পোলার আইসক্রীম । ঢাকার প্রথম আইসক্রীম পার্লার - নিউমার্কেটের নভেলটি আইসক্রীম পার্লার ।
ঢাকার প্রথম সিনেমা হল - লায়ন সিনেমা হল ।
ঢাকার প্রথম মধ্যবিত্তের অভিজাত আবাসিক হোটেল - হোটেল আল হেলাল ।
ঢাকার প্রথম ফাইভ স্টার হোটেল - হোটেল ইন্টারকন্টিনেন্টাল ।
ঢাকার প্রথম আধুনিক লন্ড্রী - লীফা ড্রাই ক্লিনার্স । এটাও চীনারা চালাতো ।
ঢাকার প্রথম শপিং প্যারাডাইস - ঢাকা নিউমার্কেট ।
ঢাকার প্রথম চলন্ত সিঁড়ি যুক্ত এসি মার্কেট - হাতিরপুলের ইস্টার্ন প্লাজা ।
ঢাকার প্রথম বিউটি পার্লার - মে ফেয়ার । এটা ধানমন্ডি ২৭ নম্বরে ছিলো ।
ঢাকার প্রথম সুপার শপ - P . Q . S .
ঢাকার প্রথম হ্যান্ডিক্র্যাফটস ক্রেইজ - আড়ং ।
ঢাকার প্রথম টেইলরিং শপ যেটা একমাত্র জিন্সের ট্রাউজার্স বানাতে পারতো - চাঁদনি চকের ইব্রাহীম টেইলার্স ।
ঢাকার প্রথম সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট - গুলশানের সাজনা রেস্তোরাঁ ।
ঢাকার প্রথম ইলেকট্রনিক অ্যামিউজমেন্ট পার্ক - গুলশান ওয়ান্ডারল্যান্ড ।
ঢাকার প্রথম ফুটওভার ব্রিজ - ফার্মগেট ফুটওভার ব্রিজ ।
ঢাকার প্রথম ফ্লাইওভার - মহাখালি ফ্লাইওভার ।
ঢাকার প্রথম অভিজাত ক্লাব - ঢাকা ক্লাব ।
ঢাকার প্রথম নির্বাক টিভি কমেডি সিরিয়াল - ঢাকাইয়া শায়ের খান পরিকল্পিত , রচিত ও পরিচালিত ' ভোলার ডায়রি ' ।
ঢাকার প্রথম অন্ত্যমিল সংলাপে টিভি কমেডি সিরিয়াল - ঢাকাইয়া শায়ের খান পরিকল্পিত , রচিত ও পরিচালিত ' আড়াইতলা বাড়ি ' ।
মিষ্টিমুখ করিয়েই শেষ করি । ঢাকার প্রথম মিষ্টি ক্রেইজ - মরণ চাঁদ । ঢাকার প্রথম লাসসি ক্রেইজ - চকবাজারের নুরানী লাসসি । চিয়ার্স ।
- শায়ের খান 💖
ফাউন্ডার
প্ল্যানেট মিডিয়া
সারাবাংলা রিলেটেড নিউজ

ত্রিদিব দস্তিদার: বুকে তার কান্নার গভীর সমুদ্র-- আফসান চৌধুরী

শিক্ষা মন্ত্রী ডা. দীপুমনি, এম.পি’র নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন
.jpg)
UN General Assembly adopts resolution proclaiming 06 July as “World Rural Development Day”

মাগুরায় জনপ্রিয় হয়ে উঠছে ৮ জাতের তোষা পাট

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন

বস্তা পড়ে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ এর জিএম আখতারুজ্জামান জলিল মারা গেছেন

সভ্যতার অনুপম নিদর্শন আত্রাইয়ের তিন গুম্বুজ মসজিদ ও মঠ