কবি গুরুর জন্মদিন, ২৫শে বৈশাখ স্মরণে…  

যত শব্দের সওদাগরী

- জাকিয়া রহমান 

 

সৃষ্টি তোমাকেই দিয়েছিল যত শব্দের সওদাগরী! 

ছন্দ ছন্দে কত যুগে যুগে এই প্রকৃতিকে তুমি, 

ভালোবেসেছিলে কত জানি।  

গেঁথেছো কত গীতি মালা,  

সম্মোহিত করেছো মন।   

কত রূপে এসেছে প্রেম তোমার কলম ঝর্ণায়,    

জাগিয়েছে প্রেমের অনন্ত অভিসার।  

যুগল প্রেমের কত ব্যথা-বিরহ-মিলন তোমার ছন্দে জাগে,  

বিরহ বিধুর অশ্রু ধারায় তোমারি শব্দ কাঁদে।    

জাগে রজনী প্রেমের স্রোতে- 

আকাশ আধারে তারকার মুগ্ধ চাহনি,   

প্রেমিকার অধরে প্রেমিকের আবেগ ঝর্ণাধারা 

সবই তোমার কলমে পেয়েছে রূপ।  

সেই কতকাল ধরে আমি তোমার 

গীতিমালা আর কবিতার ছন্দের মহিমায়-  

জীবন দর্শনের যত কথা, বিরহ, সুখ কি প্রেম  

ছন্দের রূপে পেয়েছি তোমার কবিতায়।