এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে : জমকালো আয়োজনে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার মহাস্থান প্রেসক্লাব এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। "আমরা নির্ভীক, সত্য লিখবোই" এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় মহাস্থান প্রেসক্লাব। হাঁটি হাঁটি পা পা করে সব বাধা-বিপত্তিকে উপেক্ষা করে ২ যুগ অতিক্রম করলো ঐতিহ্যবাহী এই সংগঠনটি। এই দিনটিকে স্মরণীয় করতে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ উপজেলার রায়নগর মসলা গবেষণা কেন্দ্রের হলরুমে সবাই মিলিত হয়। আজ ১৯ ই সেপ্টেম্বর সোমবার দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু। যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় তিনি বলেন, "ঐতিহাসিক মহাস্থানগড়ের মানোন্নয়নে মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই দেশ ও সমাজের উন্নয়ন করা সম্ভব। তবে দ্বিধাদ্বন্দ্ব করে কেউ সফল হতে পারবে না। এখন মোবাইল হাতে থাকলেই সাংবাদিক হয়ে যায়। সংবাদ লেখার দরকার পরে না। এমন ধরনের সাংবাদিকতা মানুষের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি করে। হাঁটি হাঁটি পা করে আজ ২ যুগ পূর্ণ করছে, এটি গৌরবের বিষয়। আপনাদের লিখনির মধ্য দিয়ে মহাস্থানগড়ের সুনাম সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক"। বিশেষ অতিথির বক্তব্যে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম শম্পা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আমরা সবসময় আশা করি সংবাদপত্র সবসময় সাংবাদিকতার নীতি মেনে সত্য প্রকাশ করবে, আপনারা সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করে প্রশাসনকে সাহায্য করবেন। প্রশাসন সবসময় সত্যের সাথে আছে। সত্য প্রকাশে আপনাদের সাথে আমরা একসাথে কাজ করবো। সাংবাদিকতা মানেই সত্য প্রকাশ করা। উন্নয়নের ভাগীদার হওয়া" অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ৩জন কে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাছেত, সাধারণ সম্পাদক এসআই সুমন এবং কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, শিবগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক ও এমপি পুত্র হুসাইন শরীফ সঞ্চয়, বাংলা ভিশন টেলিভিশনের বগুড়া ব্যুরো চীফ আব্দুর রহিম বগড়া, দৈনিক ইনকিলাব পত্রিকার বগুড়ার ব্যুরো প্রধান মহসিন আলী রাজু, দৈনিক কালের খবর পত্রিকার প্রধান সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালেব মানিক, নিউইয়র্ক বাংলা ডটকম উত্তরবঙ্গ প্রতিনিধি এম আব্দুর রাজ্জাক, একাত্তর টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি শাহাজান আলী, মোহনা টেলিভিশন বগুড়া প্রধান আতিক রহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাবেক সহ সভাপতি আব্দুস সাত্তার, আতিকুর রহমান (খাঁন)মিন্টু, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, রফিকুল ইসলাম, নামুজা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গাবতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল, এস আই মোশাররফ হোসেন, স্থানীয় ইউপি সদস্য বেলাল মন্ডল, ফারুক হোসেন, ইসরাফিল ইসলাম, মাষ্টার আমিনুর রহমান, সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী পুটু, ফুলমিয়া, ইঞ্জিঃ রসুল খন্দকার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, মহাস্থান প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম সাজু, সহ-সভাপতি তাহেরা জামান লিপি, সাধারণ সম্পাদক এসআই সুমন, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, দপ্তর সম্পাদক কেএম আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল বারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত সজল, তথ্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক মুনসুর রহমান আকাশ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা আব্দুল বাছেত, আব্দুর রহিম, আজিজুল হক বিপুল, শাকিকুল ইসলাম শাকিল প্রমূখ।