এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী, দূরবর্তী শিক্ষার্থীদের বাইসাইকেল এবং বিভিন্ন দপ্তরে ট্র্যাশ বক্স বিতরণ করা হয়েছে। (১৮ মার্চ মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা এস এম রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রকৌশলী আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জহিরুল ইসলাম, ইউপি (প্যানেল) চেয়ারম্যান জহুরুল ইসলাম, আব্দুল হাকিমসহ বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক শিবগঞ্জে আসলে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামানসহ দপ্তর প্রধানগন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি উপজেলা ভূমি অফিস, বিহার ইউনিয়ন ভূমি অফিস ও নাটমরিচা আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করেন।