আছিয়া তুই আজ মুক্ত

- জাকিয়া রহমান

 

আজ থেকে তুই মা আছিয়া 

উড়ে বেড়া! উড়ে বেড়া! মনের সুখে,

বেহশতের গুলবাগে প্রজাপতির মতো বেড়া উড়ে। 

এই পৃথিবী এখন একটা- 

মানব নয় দানব আস্তানা,  

চড়াও হয়ে শিশু দেহের মাংস খেলো ছিঁড়ে ছিঁড়ে।  

 

তোর কান্নার আর্ত চিৎকারে,

ফাটেনি নিরেট মাটির বুক,

আকাশ গর্জে উঠেনি, নামেনি তো কোন ফেরেশতা!  

রিরংসা-জিঘাংসা পিঁজর, 

নিপিষ্ট শিশুর পর্শুকা-

ভক্ষকের নির্দয় রমন-উল্লাস, নিহত মানবতা।   

 

কি ঈমান দেখালি তোরা! 

আল্লাহর রিজিক রমজান মাসে-

মেটাইনি দেহের ক্ষুধা? নিয়েছিস ইসলামি নাম যেমন!  

যাস কি মসজিদেও, কি শেখায়? 

কি অপরাধ ছিল আছিয়ার?   

শিশু নারী দেহও কি তোদের জাগায় যৌন মাতন?  

 

আছিয়া যা! উড়ে বেড়া!    

আনন্দে বেহেস্তের বাগে, 

সেখানে নেই দানব-আস্তানা- আছে শান্তির পূর্ণতা। 

বেঁচে থাকলেই বা কি হতো? 

নাম হতো ধর্ষিতা মেয়েমানুষ!     

ঘৃণ্য সমাজ অঙ্গুলি তুলে বলত, ‘তুই অশুচিতা’।