খ,এ, বিপ্লব, ঢাকা, বাংলাদেশ থেকে:

চায়না মিডিয়া গ্ৰুপের (সিএমজি) বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষক ড.মোহাম্মদ সাদী। ২৪ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চীন ও বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ তম বার্ষিকীকে সামনে রেখে বাংলাদেশ ও চীনের জনগনের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্ব বৃদ্ধির লক্ষ্যে "চায়না থ্রু লিটারেচার" বা সাহিত্যের মাধ্যমে চীন শীর্ষক দ্বিতীয় রায়টার্স ফোরামের আয়োজন করে চায়না মিডিয়া গ্ৰুপ (সিএমজি)। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য চাইনিজ ভাষা শিক্ষার প্রতিষ্ঠান 'ইদাই-ইলু চাইনিজ ইনস্টিটিউট" এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষক ড.মোহাম্মদ সাদী'কে চীনা ভাষার বই রচনার জন্য সম্মানিত করা হয়।সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং ও প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ । উল্লেখ্য যে, ফোরামে বাংলাদেশের বিশিষ্ট লেখক,প্রকাশক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যাক্তি বর্গের উপস্থিতিতে ড.মোহাম্মদ সাদীসহ বাংলাদেশের তিনজন লেখককে বাংলা ভাষায় চীনা বিষয়ক বই রচনার জন্য এ সম্মাননা প্রদান করা হয়।