ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর ২২তম নব নির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন’র এর সাথে সাক্ষাত করেছেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ। উল্লেখ্য, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসাবে মো. সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি নির্বাচনের ফরম বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১৩ ফেব্রুয়ারি তাঁর কার্যালয়ে এই ঘোষণা দেন।
রাষ্ট্রপতি পদে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন নির্বাচিত হবার পর সারা বাংলাদেশে আনন্দের বন্যা বয়ে যায়। দলমত নির্বিশেষ সবার কাছেই তিনি প্রশংসা কুড়ান। রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হবার পর দেশ ও প্রবাসের হাজার হাজার মানুষ প্রতিদিনই নব নির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে তাঁর ঢাকাস্থ অফিসে এসে তাঁকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
২০ ফেব্রুয়ারি সোমবার নব নির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন এর সাথে সাক্ষাত করে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ। পরে শিব্বীর আহমেদ অমর একুশে বইমেলা ২০২৩ এ তার লেখা ও প্রকাশিত তিনটি বই মুক্তিযুদ্ধের উপন্যাস একাত্তরের যোদ্ধা, নির্বাচিত কলাম ও কাব্যগ্রন্থ রূপালী জোছনার জল উপহার হিসাবে রাষ্ট্রপতির হাতে তুলে দেন। বই উপহারের জন্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদকে ধন্যবাদ জানান। পরে তিনি বইগুলোর বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে শিব্বীর আহমেদ রাষ্ট্রপতিকে বইয়ের বিষয় সহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এছাড়াও রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ’র ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে শিব্বীর আহমেদ তাঁর পিতা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মরহুম জালাল আহমেদ সহ তার পারিবারিক, রাজনৈতিক, সাংবাদিকতা ও কর্মজীবন সহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এখানে উল্লেখ্য, দেশের বর্তমান রাষ্ট্রপতি এডভোকেট মো: আবদুল হামিদের সাথেও সাক্ষাত করেছিলেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ এবং সাক্ষাতের সময় সাংবাদিক হিসাবে রাষ্ট্রপতি এডভোকেট মো: আবদুল হামিদের সাক্ষাতকার গ্রহন করেছিলেন যা দেশের ও প্রবাসের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল।
২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় বারের মতো দেশের ২১তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহন করেন এডভোকেট মো: আবদুল হামিদ। তাঁর এই মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল নব নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহন করে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে নব নির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন চপ্পু।
নব নির্বাচিত রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন’র সাথে লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ’র শুভেচ্ছা বিনিময়
প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ০৪:৫০ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

মার্কিন স্যাংশন: শেখ হাসিনার অবস্থানের প্রতি চীনের সমর্থন

নৌকা ছাড়া কেন্দ্রে আসতে বারণ করায় প্রার্থীকে শোকজ করল নির্বাচন কমিশন

পররাষ্ট্র মন্ত্রীর সম্মানে নিউইয়র্কস্থ বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্টান্ডিং (বি.সি.আই.ইউ) কর্তৃক বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষক বৈঠক আয়োজন

নিউইয়র্কে বণার্ঢ্য জমকালো আয়োজনে উদযাপিত হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বাংলা একাডেমি সাহিত্য পুরুস্কার-২০২২ পেলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল জলিল

‘আরব্য রজনী’তে রোনালদো ২, মেসি ১, এমবাপ্পে ১, জয় মেসিদের পিএসজি

কানাডায় বিশেষ সম্মাননা পেলেন বিশিষ্ট গিটারবাদক এনামুল কবির