এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :  শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের পুষ্পস্তবক ও অর্পণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  (১৪ ডিসেম্বর শনিবার) বিকাল ৪টায় বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফাঁপোড় ইউনিয়ন পরিষদ চত্বরে বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। 

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন।  এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালন মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম, আব্দুল করিম, আরাফাত হোসেন, জেলা ম্যাজিস্ট্রেট পি.এম. ইমরুল আয়েস, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুর রশিদ, মো: মোতাহার হোসেন, সমাজসেবা বগুড়ার উপ-পরিচালক আবু সাঈদ মো: কাওছার রহমান।