এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে ঃ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সময়ের আলো পত্রিকার প্রতি শুভকামনা রইল, সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য বর্তমার সময় সুখকর নয়। সাংবাদিক এবং সংবাদমাধ্যম শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই এক সংকটকাল অতিক্রম করছে। অর্থনৈতিক সংকট আর আস্থার সংকটের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে পেশাদার সাংবাদিক এবং সংবাদমাধ্যমকে। এরপরও দেশের শীর্ষ আবাসন প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের পৃষ্ঠপোষকতায় সময়ের আলো ৪ বছর পূর্ণ করে ৫ম বর্ষে পদার্পণ করছে। এ উপলক্ষে আমরা সবাই এক জায়গায় মিলিত হয়ে উদযাপন করছি এটা আনন্দের। সেরা প্রতিনিধি সাংবাদিক সাইফুল এবং সময়ের আলোর সাফল্য কামনা করছি।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০ টায় রংপুর নগরীর দি স্কাইভিউ ভবনে সারাদেশের ন্যায় রংপুরে বর্ণাঢ্য আয়োজনে দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা দৈনিক সময়ের আলোর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশে সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে বিশেষ অবদান রাখবে সময়ের আলো দৃঢ় বিশ্বাস আমার। পত্রিকাটি পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের কথা বলে মাটি ও মানুষের আরও কাছে পৌঁছাতে সক্ষম হবে-এ প্রত্যাশা আমাদের। বিশেষ অতিথি বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা বক্তব্যে বলেন, সময়ের আলো পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের কথা বলে মাটি ও মানুষের আরও কাছে পৌঁছাতে সক্ষম হবে-এ প্রত্যাশা আমার।
সুজন রংপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, সাংবাদিক সাগর-রুনির হত্যা কারীর বিচার দ্রত সম্পন্ন এবং সাংবাদিকদের নিরাপত্তা দাবি করে সময়ের আলোর সাফল্য কামনা করছি। সময়ের আলো সাফল্য কামনা করে বক্তব্য রাখেন রংপুর সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ন কবির মানিক, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টিও যুগ্ম আহবায়ক মোঃ আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপর মহানগর জাতীয় পার্টির আহবায়ক ইয়াসির, রংপর মহানগর জাতীয় পার্টির সিঃ সহ সভাপতি আলহাজ্ব লোকমান হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময়ের আলোর ব্যুরো প্রধান সাইফুল ইসলাম। উপস্থাপন করেন শরিফ সুমন।