রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তিনতলা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিস্ফোরণে কারণ হিসেবে বলা হয়েছে, ‘জমে থাকা গ্যাস’। কিন্তু কোথা থেকে গ্যাস জমেছিল, সেটা গতকাল পর্যন্ত বের করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে গত রোববার বিস্ফোরণের পরপর ভবনটি পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছিল। কিন্তু গতকাল সোমবার সকাল থেকে ভবনটির নিয়ন্ত্রণ নিউমার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম ওরফে লিটনের হাতে চলে গেছে বলে ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে।
গতকাল বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ‘ঝুঁকিপূর্ণ ভবন জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ’ লেখা সাইনবোর্ড ঝুলছে। ভবনের ফটকে লোকজন নিয়ে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগ নেতা আবুল হাশেম। তিনি ভবনের ব্যবসায়ীদেরও কাউকে আশপাশে ভিড়তে দিচ্ছেন না। ফটকের চাবিও তাঁর নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় একাধিক ব্যবসায়ী জানিয়েছেন।