এমন সবুজ থাকুক পৃথিবী
- জাকিয়া রহমান
এমন সবুজ থাকুক না পৃথিবী সদা!
হরিত কিশলয়ের ভাঁজে ভাঁজে যেথা,
রচিত হয় আমার নিশ্বাস।
নির্মল সৃষ্টি দিয়েছে আমাদের সে অর্ঘ্য!
বড় অমূল্য আমার নিশ্বাস প্রকৃতির দান,
স্রষ্টার মমতার আশ্বাস।
ধরিত্রীর জঠরের রত্ন দ্রবণে অবগাহি-
মৃত্তিকা করে পূর্ণ, জীবন পাত্র উচ্ছলি।
ভরে শ্যামলীর রিক্ত শাখা,
শূন্য বুকে যে বনানী হিম আঁচড়ে ক্ষত-
ঝড়ের নিদারুণ ঝাঁপটায় কাঁদে অবিরত।
ব্যাকুল রোদন না যায় সহা!
বসন্ত, আনে উম ফিরায় রূপ ছটা-
নমি এই অর্ঘ্য যেন এক অরণ্য মদিরা!
আমার প্রতি নিঃশ্বাসের অমৃত দ্রবণ-
এ ধরার সবুজ সম্ভার, ভালবাসি তোমায়!
আর তোমার অনুপ পরিবেশনা।