ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বাংলা বিভাগ অর্থাৎ Radio Tehran Bangla বিভাগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বসেছিল শ্রোতা, ডিএক্সার, শুভাকাঙ্ক্ষী ও অতিথিদের মিলনমেলা। IRIB Fan Club Bangladesh আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে সারাদেশ থেকে শতাধিক বেতারশ্রোতা অংশ নেন। এছাড়া, ইরানপ্রেমী কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের পদচারণায় মুখরিত হয় অনুষ্ঠানস্থঅনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর Seyad Reza Mirmohammadi-এর বক্তৃতা সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে উপভোগ করেন। তিনি বলেন, ইরান ইহুদিবাদী ইসরাইলের গালে থাপ্পড় মেরেছে যা গত ৭৫ বছরে কেউ পারেনি।অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক Syed Samadul Haque ইরান-বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের উপর জোর দেন। তিনি জানান, ইরানের ifilm টিভি'র কিছু জনপ্রিয় সিরিয়াল ডাবিং করে বাংলা টিভিতে সম্প্রচার করা হবে।অনুষ্ঠানে আমার পাশাপাশি রেডিওতে তেহরানের প্রতিনিধিত্ব করেন Sirajul IslamMuhammad Mujahidulislam ভাই। আমরা শ্রোতাদের দাবি-দেওয়া পূরণের বিষয়ে কথা বলি।

সমাবেশে Rofiqul Islam Rimon -এর তেলাওয়াত, Liton Hafiz ভাই ও Shahin Tabib ভাইয়ের গান এবং রেডিও তেহরান নিয়ে কবি Amin Al Asad ভাই ও Alo Ahmed-এর স্মরচিত কবিতা সবাইকে মুগ্ধ করে।অনুষ্ঠানে আমেরিকা থেকে নিউ ইয়র্ক বাংলা ডটকম'র সম্পাদক Akbar Haider Kiron ভাই এবং ভারত থেকে রেডিও তেহরানের মনিটর Najim Uddin ভাইয়ের অডিও বার্তা আলাদা মাত্রা যোগ করে।

এই মিলনমেলায় ২০২৩ সালে আইআরআইবি ফ্যান ক্লাব ও রেডিও তেহরান আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথি ও অংশগ্রহণকারী সবাইকে উপহার দেওয়া হয়।অনুষ্ঠানটি বাস্তবায়নে যারা কয়দিন ধরে একটানা পরিশ্রম করেছেন তাদের সবাইকে বিশেষ করে ক্লাব সভাপতি Juboraz Chowdhury , সাধারণ সম্পাদক Abu Taher -কে আন্তরিক ধন্যবাদ। সেইসাথে কৃতজ্ঞতা জানাই জাতীয় প্রেসক্লাবের কার্যকরি সদস্য Poly Shahnaz আপাকে চমৎকার আতিথেয়তার জন্য।

চমৎকার এই অনুষ্ঠানটির কথা অনেকদিন মনে থাকবে।