এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার-এই প্রতিপাদ্যে বিশ্ব বেতার দিবস-২০২৪ পালিত হয়েছে। (১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার ) সকালে রাজশাহীর বাংলাদেশ বেতার আঞ্চলিক কেন্দ্রে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেতার আঞ্চলিক কেন্দ্র থেকে র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে  ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির।এছাড়াও  বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার রশীদুল হাসান, পিপিএম। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মমতাজ পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-আঞ্চলিক পরিচালক শিউলি রানী বসু। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক হাসান আখতার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের ঘোষক রোকসানা আক্তার লাকী। র‌্যালি ও আলোচনা সভায় কমিউনিটি রেডিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের পক্ষে অংশগ্রহণ করেন টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) শাহরিয়ার শিমুল ও মৌটুসী চৌধুরী।উল্লেখ্য, ইউনেস্কো ঘোষিত বিশ্ব বেতার দিবস ২০১২ সালে প্রথমবারের মতো উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ সারা বিশ্বে ১৩তম বারের মতো দিবসটি উদ্যাপিত হচ্ছে। এ বছর বিশ্ব বেতার দিবসের ইউনেস্কো কর্তৃক ও বাংলাদেশ বেতার কর্তৃক অনুবাদকৃত ও তথ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত প্রতিপাদ্য: “শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার”। সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে বাংলাদেশে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে, যেখানে বাংলাদেশ বেতার, প্রাইভেট এফএম এবং কমিউনিটি রেডিও অংশগ্রহণ করছে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে রেডিও স্টেশনগুলো পালন করছে উল্লেখযোগ্য ভূমিকা। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণে গণমানুষকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে বেতার শক্তিশালী হাতিয়ার। সম্ভাবনাময় করে তুলছে