নিউইয়র্কে গভীর শ্রদ্ধা, ভালোবাসায় পালিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পার্লামেন্টারিয়ান, সাবেক মন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, রাজনীতির নান্দনিক শিল্পী সুরঞ্জিত সেনগুপ্তের সপ্তম মৃত্যুবার্ষিকী। দেশবরেণ্য এ রাজনীতিবিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হল রুমে এক স্মরণ সভার আয়োজন করে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ,যুক্তরাষ্ট্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফরাসত আলী। প্রধান আলোচক ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফায়েল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এম এ সালাম।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সভাপতি রুহেল চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সুব্রত তালুকদারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, ওবায়েদ আজমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, সাংবাদিক মনোয়ারুল ইসলাম, তপন কান্তি দে, অধ্যাপক সানা উল্লাহ, সুধাংশু কুমার মন্ডল, সাংবাদিক জহিরুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের কার্যকরী সদস্য শামসুল ইসলাম চৌধুরী,জাকির চৌধুরী, সাবেক ছাত্রনেতা সমীর সরকার,সুজন তালুকদার, প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্তের নামে সিলেট শহরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের জন্য জোর দাবি জানানো হয়। তাছাড়া সভায় সর্বসম্মতিক্রমে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্পিকারের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। বক্তারা আরো বলেন, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিরাই- শাল্লার মানুষ প্রমাণ করেছে আজও তারা তাদের প্রিয় নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্তকে ভুলে নাই। কারণ সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হয়েও আওয়ামী লীগের প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছেন।
নিউইয়র্কে স্মরণসভায় বক্তারা
সুরঞ্জিত সেনগুপ্তের নামে সিলেট শহরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা হোক
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৮:২৫ এএম
.jpeg)
সারাবাংলা রিলেটেড নিউজ

লালমনিরহাটে গরুর সাথে ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল! ট্রেন চলাচল বন্ধ

Bangladesh Catholic Church celebrates International Women’s Day

নোটিশ ছাড়া কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভে সড়ক বন্ধ সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষের ভোগান্ত

বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে রহিম সভাপতি আরিফ সম্পাদক নির্বাচিত

ধুনটে যমজ ভাইসহ ৫ জনকে আর্থিক সহায়তা প্রদান

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

কলের এই যুগেও গরু দিয়ে হালচাষ করেন গাইবান্ধার মোজাম্মেল

The Speech That Made A Free Nation By Dr. Mohsin Ali