ঢাকা: কথাসাহিত্যি ঔপন্যাসিক শিব্বীর আহমেদ এর সম্পূর্ণ প্রেমের উপন্যাস ‘বালিকার বুকের ঘ্রাণ’ এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। বইটি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশের বইমেলা ২০২৪ এর পঞ্চম দিন মেলায় এনেছে সময় প্রকাশন। বইমেলায় সময় প্যাভিলিয়ন নাম্বার ৩০। বইটির দৃষ্টিনন্দন কভার করেছেন লেখক নিজেই। ১২৫ পৃষ্ঠার এই বইটির বিক্রয় মূল্য ৩০০ টাকা। তবে বইমেলায় বিশেষ ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে। শিরি-ফরহাদ প্রেমকাহিনি। শিরি অত্যন্ত সুন্দরী রূপবতী এক উঠতি বয়সের তরুণী। পদ্মফুলে গন্ধ শোভিত এক পদ্মিনী নারী। খিলা স্টেশনের মতো অজপাড়াগাঁয়ের একটি স্টেশনে ফরহাদের সাথে শিরির প্রথম দেখা। শিরির বুকে শিরির শরীরে পদ্মফুলের সুবাস। এই সুবাসে ফরহাদ দিশেহারা। শুরু হয় দুজনের প্রথমবারের মতো প্রেমে পড়ার ভালোবাসার উত্তেজনা আর রোমাঞ্চকর অভিজ্ঞতা।


--News Related Video Footage Link: https://www.youtube.com/