এম আব্দুর রাজ্জাক, শালগ্রাম, বগুড়া থেকে : ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামে ( দিঘীর পাড়) D.X.N এর সৌজন্য ফুটবল ক্রীড়া প্রতিযোগিতার ম্যাচের শুভ উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান - আব্দুল হক আবু।(০৮ ডিসেম্বর শুক্রবার ) বিকেল ০৩ ঘটিকায়,বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামের ( দিঘীর পাড়) D.X.N কৃর্তক আয়োজিত ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখা সহ- সভাপতি এবং ০১ নং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু।
এছাড়াও উক্ত খেলায় উপস্থিত ছিলেন, শালগ্রামের রেজানুর রহমান জেবা, বাবু, সাইদুল ইসলাম, তারাজুল ইসলাম, খলিলুর রহমান, হাফিজার রহমান, মোয়াজ্জেম হোসেন, আমিনুল ইসলাম, আলতাফ হোসেন, হাবিব আলী, সোলেমান আলী, মাসুদ, আঃ গফুর, হোসেন আলী সহ এলাকার বেশ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আজ উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল অংশ গ্রহন করেন তারা হলেন, দুঁপচাচিয়া একাদশ বনাম ডালম্বা একাদশ। উক্ত খেলায় শত শত দর্শক ভক্ত বৃন্দ খেলা উপভোগ করেন।
D.X.N এর সৌজন্যে ফুটবল ক্রীড়া প্রতিযোগিতার ম্যাচের শুভ উদ্বোধন করলেন চেয়ারম্যান আব্দুল হক আবু
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ০৯:৫৭ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

৩০ কিলোমিটার হেঁটে রাজশাহীর সমাবেশস্থলে বিএনপি নেতা-কর্মীরা

ফকির আলমগীর ছিলেন বাংলাদেশের গণসংগীত জগতের প্রাণপুরুষ; সংস্কৃতি প্রতিমন্ত্রী

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

শিবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

পাঁচ বিঘা জমি বেচে রেডিও কিনেছিলেন প্রায় ৫৭ বছর আগে

যারা অপরাধের সাথে যুক্ত নয় নিরপরাধ ব্যক্তিকে চার্জশিটভুক্ত করবেন না

ইতালির সারদিনিয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগায় বাংলাদেশের উপর প্রেজেন্টেশান

সামাজিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া নৈপুণ্যে ক্ষেত্রে ও যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে- আব্দুল হক (আবু)