'শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকদের সম্মিলিত শক্তি শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও শক্তি' এই প্রতিপাদ্যে জীবননগর উপজেলার উথলী ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলেজ অধ্যক্ষ মো.আকরাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো.আব্দুল হান্নান।
কলেজের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান পিল্টু, উথলী প্রেস ক্লাবের সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ,হাজী রবিউল হক ,ওবায়দুল্লাহ ফিন্টু ইসাহাক আলী,ও মহিরউদ্দিন বিশ্বাস ও পরিচালনা পর্ষদে শিক্ষক প্রতিনিধি ওবায়দুল হক স্বপন,নাঈমা ইসলাম শাকিল আহমেদ ,১নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর এবং শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি বৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন আবদুর রশীদ, গোলাম কুদ্দুস ও মাহাতাব উদ্দীন বিশ্বাস। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করা হয়।