এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : (২১ জানুয়ারি রবিবার )সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ "করতোয়া"তে বগুড়া জেলার উন্নয়ন সমন্বয় সভার সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য সাইফুল্লাহ্‌ আল মেহেদী, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোস্তফা আলম নান্নু, পুলিশ সুপার, বগুড়ার প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, বগুড়া জেলার  সকল  উপজেলা নির্বাহী অফিসারগণ ও উপজেলা চেয়ারম্যানবৃন্দ, পৌর মেয়রগণ, জেলার সকল দপ্তরের দপ্তরপ্রধান বা প্রতিনিধিবৃন্দ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। নবাগত সংসদ সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানিয়ে উক্ত সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ে আলোচনা করা হয়।