এম আব্দুর রাজ্জাক, কোমারভোগ, বগুড়া থেকে :

বগুড়া জেলার  আদমদিঘী উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রামে (২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ) দুপুর ১২ টায় " দ্রত বর্ধনশীল মাছ ( G -ও রুই ) প্রদর্শনী ফলাফল জন্য উক্ত  অনুষ্ঠান আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ  আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি  এবং ০১ নং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু।এছাড়াও  উপস্থিত ছিলেন ফিরুজ শাহ (ভিসিএফ), সোহেল রানা মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার,  আকরাম হোসেন (এভি সিএফ), রুবেল রানা (এভিসিএফ)সাইদুর রহমান (এভিসিএফ) এবং হাফিজুর রহমান করিম ও বগুড়ার সাংবাদিক  আব্দুর রাজ্জাক এবং  এছাড়া এলাকার বেশ গন‍্যমান‍্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজ এ অনুষ্ঠানে ১০০ জন ব‍্যাক্তি উপস্থিত ছিলেন। সহযোগিতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (P.K.S.F) এবং বাস্তবায়নে মৌসুমী উকিলপাড়া, নঁওগা।