আমরা আদমের বংশধর
- জাকিয়া রহমান
কতবার মিথ্যে করে সাজাবে তোমাদের বক্তব্য?
কতদিন আর অপমান করবে সৃষ্টিকর্তাকে?
তার সৃষ্টিকে বিনষ্ট করে আগুনে পুড়িয়ে,
নিজেকেই করছো ছাড়খার।
অসহ্য জ্বালায় তড়পায় যত আদর্শ শব্দ,
বোঝনি তোমরা যার আসল অর্থ।
আমরা আদমের বংশধর সবাই!
আমরা একই বংশধর!
সে কথা কেন যাও ভুলে?
বারবার তোমাদের বংশকে ধ্বংস করার মোহ!
মিথ্যে অভিযোগের কাঁটা তার বুনে, সত্যকে চাও ঢাকতে।
সৃষ্টিকর্তার দোহাই দিয়ে,
মিথ্যা প্রচারে প্রলুদ্ধ যত কুলাঙ্গারের দল!
কেন তাকে ছোট করো?
রূপ দাও এক অত্যাচারীর, সে মহা ভ্রম!
এই দুনিয়ায় শুধু ভোগ করার আদর্শে নিয়েছ শপথ!
তার বিনিময়ে সম্পদের লালসা তোমাদের,
কালা ধন সামলাতে নিদ্রা আর শান্তি করো পরিহার।
কিন্তু সেতো নিজেরি উপর অত্যাচার!
নিজের আত্মাকে ধ্বংস করে অন্যকে যাতনা দিয়ে,
কেন পোড়াচ্ছো নিজ আদমের বংশধর?