এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে  (২৬ ডিসেম্বর, মঙ্গলবার ) বেলা ১১ টায়,বগুড়া জেলার  আদমদিঘী উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ০১ নং  ওর্য়াডের " উম্মুক্ত ওর্য়াড সভা ও অংশ গ্রহন মৃলক বার্ষিক পরিকল্পনা  অনুষ্টিত হয়েছে।এ অনুষ্ঠানে ইউপি সচিব কুদরত ই এলাহী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু।এছাড়াও  উপস্থিত ছিলেন হিসাব সহকারী কাম- কম্পিউটার  অপারেটর নাহিদ হাসান, ইউপি সদস্য  শ্রী সুদেব ঘোষ, আনোয়ার হোসেন জীবন, মহসিন  আলী, আবু তাহের আলী দীপু, মনি জুলফিকার।এছাড়াও  আরও  উপস্থিত ছিলেন  ইউনিয়ন আঃ লীগের সভাপতি  জালাল  উদ্দিন, সহ- সভাপতি  আব্দুর রাজ্জাক, ইউনিয়ন  শ্রমিক লীগের সভাপতি আঃ হাই লুলু,  প্রচার সম্পাদক  আব্দুর রাজ্জাক, সহ ওর্য়াডের বিভিন্ন পেশা জিবী গন  সহ প্রমুখ।