এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় গরীব-দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম। শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় তিনি এসব কম্বল বিতরণ করেন। এসময় গরীব-দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায়রা। শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, এই কনকনে শীতে বগুড়ার কোনো দুস্থ পরিবার যেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে বাদ না যায় তাই সরকারের নির্দেশনায় এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি। এই শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু প্রমুখ।