চুয়াডাঙ্গার জীবননগরের  উথলী রেলষ্টেশনের আপ হোম সিগন্যাল সংলগ্ন উথলী বাজার হতে  সেনেরহুদা গ্রাম হয়ে আন্দুলবাড়িয়া সড়কের উপর রেলওয়ের টি ৭১ নং লেভেল ক্রসিং। এতে ব্যারিয়ার থাকলেও নেই গেটম্যান ।যার কারণে এ অঞ্চলের মানুষের রেললাইন পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ লেভেল ক্রসিংটির আঞ্চলিক সড়কটি বেশ ব্যস্ত,এ অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। যেখান দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও মানুষ চলাচল করে। তাই লেভেল ক্রসিং এ গেটম্যান না থাকায় এটি পার হওয়া বেশ ঝুঁকিপূর্ণ জন ভোগান্তিকর।

জেলার ঐতিহ্যবাহী একটি রেলস্টেশন উথলী। খুলনা থেকে-ঢাকা রাজশাহী গোয়ালন্দ ও সৈয়দপুর   পথে দ্রুতগামী আন্তঃনগর ট্রেনের পাশাপাশি  মেইল ও মালবাহী ট্রেন চলাচল করে। স্টেশনের পাশের এই টি ৭১ নং লেভেল ক্রসিং। যেখানে গেটম্যানের জন্য নির্মাণ করা হয়েছে একটি কক্ষ কিন্তু অযত্নে অবহেলায় দিন দিন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে এটি ।কক্ষটির ছাদে উপর জন্মেছে আগাছা।

রেলওয়ে কর্তৃপক্ষ গেটম্যানের জন্য কক্ষ  নির্মাণ ও লেভেল ক্রসিংটিতে দুপ্রান্তে ব্যারিয়ার লাগানো হলেও   সেখানে নিয়োগ  হয়নি কোন গেটম্যান।যার কারণে ঝুঁকি  নিয়ে রেললাইন পারাপার হচ্ছে  মানুষ, এবং এতে করে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
 রেলওয়ে সুত্রে জানা গেছে এ লেভেল ক্রসিংটি  ট্রাফিক বিভাগের আওতাধীন ,এবং তাদের জনবলের ঘাটতি রয়েছে বলে এখানে দায়িত্ব পালনের জন্য গেটম্যান নিয়োগ দিতে পারেনি ,কিন্তু উথলী এলাকার অপর দুটি লেভেল ক্রসিং যা ইন্জিনিয়ারিং বিভাগের আওতাধীন সেখানে গেট ম্যান যথারীতি দায়িত্ব করছে।

এ বিষয়ে উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান,লোকবলের অভাবে লেভেল ক্রসিংটি অরক্ষিত অবস্থায় রয়েছে।