ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিজ্ঞানমনস্ক ও বর্তমান তথ্যপ্রযুক্তির আলোকে সমাজবিনির্মাণে ব্রাহ্মণবাড়িয়া- ৩ (সদর ও বিজয়নগর) আসনের মাননীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয় এর পৃষ্ঠপোষকতায় ও সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠা করা হয়েছে "ব্রাহ্মণবাড়িয়া সাইন্স ফোরাম"। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজ্ঞান শিক্ষাকে আরো বেশি প্রাণবন্ত করার জন্য বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ও প্রজেক্ট উপস্থাপন, পোস্টার প্রেজেন্টেশন ও বিজ্ঞান বিষয়ক কুইজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলার অংশগ্রহণে আগামী ১৪-১০-২০২৩ রোজ শনিবার আয়োজন করতে যাচ্ছে আন্তজেলা বিজ্ঞান বিষয়ক সেমিনার ও বিজ্ঞান মেলা। উক্ত সেমিনার ও বিজ্ঞান মেলা এর আনুষ্ঠানিকতা এবং পূর্ণ রূপ দেওয়ার উদ্দেশ্যে আজ ৩-১০-২০২৩ রোজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় পোষ্টার প্রেজেন্টেশন সম্পর্কিত দিকনির্দেশনা দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় এর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইফতেখার হায়দার নূরেন। আন্ত জেলা পর্যায় বিজ্ঞান মেলায় পোস্টার প্রেজেন্টেশন এক যুগান্তকারী নতুন ধাপ । সেই পোস্টার প্রেজেন্টেশন এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সম্পূর্ণ প্রজেক্ট এর বিবরণ সকলের মাঝে তুলে ধরতে পারবে যা পরবর্তীতে ডিজিটাল প্লাটফর্ম এ প্রকাশ করতে পারবে। শিক্ষার্থীদের হাতে তৈরি করা প্রজেক্ট এর বিবরণী যেন সকলের মাঝে ছড়িয়ে পরে এবং বিশ্ব দরবারে এর অস্তিত্বের জানান দেওয়া যায় সেই উদ্দেশ্যে এই পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হচ্ছে।