মোঃ আলী খান বাবুল; জুম বাংলাদেশ একটি অলাভজনক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। তাদের মহত্ প্রচেষ্টায় বেশ কিছু পথশিশু পেয়েছে লেখাপড়া করার সুযোগ। শুধু তাই নয়। পথশিশুদেরকে বিভিন্ন সময়ে তারা নুতন কাপড় ও খাবারও দিয়ে থাকে। তাদের আরেকটি প্রশংসনীয় উদ্যোগ হচ্ছে জুম বাংলাদেশ স্কুলের পথশিশু ছাত্রদের অভিভাবকদেরকেও সহায়তা দিয়ে স্বাবলম্বি করে তোলা। তাই তারা রিকশা ও টি-স্টল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।এই কর্মসূচির স্পন্সরের জন্য ব্যপক সাড়াও পাওয়া যাচ্ছে। আমার কাছেও এটা খুব ভালো লেগেছে। এব্যাপারে আমি আমেরিকাতে বেড়ে উঠা আমার বড় ছেলে শামির খান (পেনসিলভানিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছে) ও ছোট বোনের ছোট মেয়ে ফারহানা আহমেদের (নিউ জার্সির রটগার্স ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছে) সাথে যোগাযোগ করি। তারা খুবই আগ্রহের সাথে টি-স্টল ও রিকশা স্পন্সর করতে সম্মত হয়। তারই পরিপ্রেক্ষিতে আমি মোঃ আলী খান বাবুল আমার ছেলে ও ভাগ্নির পক্ষ হতে গত ১৩ মে শনিবার সন্ধ্যায় জুম বাংলাদেশের সহযোগিতায় তাদের সেগুনবাগিচা কার্যালয়ে দুইজন অসহায় ব্যক্তির হাতে তুলে দেই। এসময় উপস্থিত ছিলেন জুম বাংলাদেশের প্রধান এম এ শাহীন ও আরও সেচ্ছাসেবীরা।