এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : ২৩ সেপ্টেম্বর  শনিবার সকাল ১১:০০ ঘটিকায়, বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে একটি ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম। সমাবেশে স্কুলের পাঠদান, পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, সুপারিশ ও মন্তব্য শোনা হয় এবং বিভিন্ন সমস্যা সমাধানকল্পে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করা হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম, পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব স্নিগ্ধ আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোহাম্মদ-আল-মারুফ, জেলা শিক্ষা অফিসার জনাব হযরত আলী, বগুড়া জিলা স্কুল ও বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়-এর প্রধান শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকগণ। সমাবেশে সকল পক্ষের অংশগ্রহণে আলোচনার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পরিবেশ উন্নয়ন, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।